ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আধুনিক সুযোগ-সুবিধায় খুশি জেমি ডে

প্রকাশিত: ১১:৩৮, ৫ ফেব্রুয়ারি ২০১৯

আধুনিক সুযোগ-সুবিধায় খুশি জেমি ডে

রুমেল খান ॥ অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে ঢাকার বেরাইদে অবস্থিত ফুটবল একাডেমির। ফর্টিস গ্রুপের সহযোগিতায় ভবিষ্যতে ঢাকার বাইরে এ রকম আরও একাডেমি তৈরির পরিকল্পনা আছে বাফুফের। আধুনিক সুযোগ-সুবিধা থাকায় খুশি জাতীয় দলের ব্রিটিশ কোচ জেমি ডে। টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি জোর দিয়েছেন মাঠের পরিচর্যার ওপর। ফুটবলের দৈন্যদশায় আলোচনার কেন্দ্রে ফুটবল একাডেমি প্রসঙ্গ। ফিফার অর্থায়ন সত্ত্বেও বন্ধ হয়েছিল সিলেট ফুটবল একাডেমির কার্যক্রম। ব্যর্থতা সামলে ঘুরে দাঁড়াবার সুযোগ ফেডারেশনের। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে একাডেমির কার্যক্রম শুরুর কথা থাকলেও, এক-দুই সপ্তাহ পিছিয়ে উদ্বোধন হতে পারে। দ্বিতীয়বারের মতো মাঠ পরিদর্শন করেছেন জাতীয় দলের কোচ জেমি ডে ও টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। কাজের অগ্রগতিতে আপাতত সন্তুষ্টি তাদের মুখে। জেমি ডে বলেন, ‘মাঠটি অনেক সুন্দর। আমি সত্যিই অবাক কাজের অগ্রগতি দেখে। আধুনিক সব সুযোগ-সুবিধাই রয়েছে এই একাডেমিতে। আশা করি দ্রুত এর কাজ শেষ হবে এবং ছেলেদের নিয়ে অনুশীলন শুরু করব।’ পল স্মলি বলেন, ‘পরবর্তী প্রজন্মের ফুটবলার তৈরিতে সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে এই একাডেমিতে। সেরা কয়েকজনকে বাছাই করে কোচের অধীনে তাদের প্রশিক্ষণ দেয়া হবে। এতে করে কোচের সঙ্গে তাদের কম্বিনেশন ভাল হবে, যা পাইপলাইন সমৃদ্ধ করতে সাহায্য করবে। শুধু খেলোয়াড়দের অনুশীলন নয়। প্রয়োজন মাঠের পরিচর্যার। তিন বেলা অনুশীলনের পর মাঠের সঠিক পরিচর্যা করতে না পারলে বিপদে পড়তে হবে খেলোয়াড়দেরই।’ প্রাথমিকভাবে এই একাডেমিতে ৫০-৬০ জনের ব্যবস্থা থাকলেও ভবিষ্যতে এর পরিমাণ আরও বাড়ানো হবে বলে জানা গেছে। আগামী ৫ মার্চ কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে বাহরাইনের উদ্দেশে দেশ ছাড়বে জাতীয় ফুটবল দল। সব ঠিক থাকলে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে চূড়ান্ত স্কোয়াড। ৬ মার্চ থেকে বাহরাইনে হবে ফুটবলারদের ট্রেনিং ক্যাম্প। তবে তার আগে দেশের মাটিতে কোন প্রস্তুতির কোন সুযোগ পাচ্ছেন না তিনি। তাইতো দেশের বাইরেই হবে তিন দিনের প্রস্তুতি ক্যাম্প। কিন্তু এত কম সময়ে কি পূরণ হবে প্রস্তুতি? এ প্রসঙ্গে জেমি ডে বলেন, ‘জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়ই এখন প্রিমিয়ার লীগ খেলছে। আর এতে তারা প্রস্তুতির মধ্যেই আছে। তার ওপর আন্তর্জাতিক উইন্ডোতে সূচী না থাকায় আমরা এর বেশি প্রস্তুতি নিতে পারছি না। তবে আমি মনে করি ফুটবলাররা খেলার মধ্যে থাকায় তাদের সমস্যা হবে না।’ এই ফাঁকা সময়টাতে বসে নেই জেমি। নিয়মিত মাঠে এসে প্রিমিয়ার লীগ ফুটবল দেখছেন। সেখানে ভাল করা ২৩ জনের নাকি একটা স্কোয়াডও করে ফেলেছেন। কাদের প্রাধান্য থাকছে কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচের স্কোয়াডে? সেটা জানাতে চাননি জেমি। তবে আভাস দিয়েছেন অনুর্ধ-২৩ দলের প্রাধান্য থাকবে স্কোয়াডে। আগামীতে এদের নিয়েই গড়া হবে অলিম্পিকের বাছাইয়ের দল। শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। বাংলাদেশী বংশোদ্ভূত বেশকিছু বিদেশী ফুটবলারের খোঁজ কোচ আগেই পেয়েছিলেন। নতুন খবর হলোÑ কিছুটা সবুজ সঙ্কেত পেয়েছেন কানাডার শামিদ শয়ন আর ফিনল্যান্ডের তারেক কাজীর কাছ থেকে। ওদের সঙ্গে জেমির কথা হয়েছে। সম্মতি পেলে আর পাসপোর্ট জটিলতা না থাকলে ওরা ট্রায়াল দিতে আসবে। তবে কবে নাগাদ তা এখনও চূড়ান্ত নয়। ফিটনেস ট্রেনার ডেভিস চলে যাওয়াতে সপ্তাহ দুয়েকের মধ্যে ফিটনেস ট্রেনার পাবে জানান জেমি। সঙ্গে একজন ভাল গোলরক্ষক কোচও যোগ দিতে পারেন দলে।
×