ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয় ৩-০ ব্যবধানে

ইংলিশ যুবারা হোয়াইটওয়াশ

প্রকাশিত: ১০:৪৪, ৩ ফেব্রুয়ারি ২০১৯

 ইংলিশ যুবারা হোয়াইটওয়াশ

স্পোর্টস রিপোর্টার ॥ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সফরকারী ইংল্যান্ড অনুর্ধ-১৯ ক্রিকেট দলকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল। ২-০ ব্যবধানে সিরিজ আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশের যুবারা। শনিবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে শেষ ওয়ানডেতে শামীম হোসেনের অলরাউন্ড নৈপুণ্যে তারা ৬৩ রানে পরাজিত করে ইংল্যান্ডকে। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৬ রান তুলেছিল স্বাগতিক যুবারা। জবাবে ওপেনার বেন চার্লসওয়ার্থের সেঞ্চুরির পরও আসাদুল্লাহ গালিবের বিধ্বংসী বোলিংয়ে ৪৬.৩ ওভারে ২০৩ রানে গুটিয়ে যায় ইংলিশ যুবাদের ইনিংস। গালিব ১৭ রানে ৪ উইকেট শিকার করেন। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৩৪ রানের উদ্বোধনী জুটির পরই ২২ বলে ৫ চারে ২৩ রান করা তানজিদ হোসেনকে হারায় বাংলাদেশ দল। এরপর বেশ দ্রুতই সাজঘরে ফেরেন পারভেজ হোসেন ইমন (১৩) ও তৌহিদ হৃদয় (২)। ১৩.১ ওভারে মাত্র ৬৯ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপের মুখে পড়ে বাংলাদেশ। চতুর্থ উইকেটে মাহমুদুল হাসান জয় ও শামীম হোসেনের ৮৮ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। উভয়ে অর্ধশতক পেয়ে যান। মাহমুদুল ৯০ বলে ৪ চারে ৫৭ রান করে সাজঘরে ফিরলে জুটিতে ভাঙ্গন ধরে। ৮৭ বলে ৫ চার, ৩ ছক্কায় ৭২ রান করার পর শামীম বোল্ড হয়ে যান জ্যাক মোরলের বলে। আকবর আলীও (১০) মোরলের শিকার হন। আবারও কিছুটা বিপাকে পড়ে যায় বাংলাদেশ। তবে শাহাদাত হোসেন মাত্র ৩৫ বলে ৫ চার, ২ ছক্কায় ৫৭ রানের হার না মানা ঝড়ো ইনিংস খেলে দলকে চ্যালেঞ্জিং সংগ্রহ পাইয়ে দেন। রিশাদ হোসেনও ২০ বলে ২২ রান করলে ৯ উইকেটে ২৬৬ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। ডানহাতি পেসার জর্জ হিল ৩৭ রানে ৩টি এবং মোরলে ও এডাম ফিঞ্চ ২টি করে উইকেট নেন। জবাব দিতে নেমে ইনিংসের তৃতীয় ওভারে অফস্পিনার শামীমের জোড়া আঘাতে দলীয় ১৭ রানেই ২ উইকেট হারায় ইংল্যান্ড। তৃতীয় উইকেটে চার্লসওয়ার্থের সঙ্গে গোল্ডসওয়ার্দি ৬১ রানের জুটি গড়ে সেই বিপদ সামাল দেন। হৃদয়ের বলে ফিরতি ক্যাচ দিয়ে গোল্ডসওয়ার্দি (২১) সাজঘরে ফিরলে নতুন করে বিপদে পড়ে সফরকারীরা। চার্লসওয়ার্থ দারুণ ব্যাটিং করছিলেন। কিন্তু আবারও আঘাত হানেন হৃদয়, ফিরিয়ে দেন হিলকে (৬)।
×