ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নতুন ৫, ফিরলেন ইমরুল, বাদ পড়লেন শান্ত

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ১৭ ক্রিকেটার

প্রকাশিত: ১০:৩৯, ৩ ফেব্রুয়ারি ২০১৯

 বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ১৭ ক্রিকেটার

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ছিল শনিবার। সেই সভা শেষে আগামী এক বছরের জন্য ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির আওতাভুক্ত করেছে বিসিবি। মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এবারের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৭ ক্রিকেটারের নাম ঘোষণা করেন। গত বছর প্রাথমিকভাবে মাত্র ১০ জনকে চুক্তিভুক্ত করলেও পরে তা বাড়িয়ে ১৩ জন করা হয়েছিল। তবে ২০১৭ সালের চুক্তিতে ছিলেন ১৬ ক্রিকেটার। এবার গত দুই বছরের মধ্যে সবচেয়ে বেশি ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির আওতায় আনলো বিসিবি। গতবারের চুক্তি থেকে বাদ পড়েছেন টপঅর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। নতুন করে যোগ হয়েছেন ৫ ক্রিকেটার- ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু জায়েদ রাহী, নাঈম হাসান ও সৈয়দ খালেদ আহমেদ। গতবার চুক্তি থেকে বাদ পড়াদের মধ্যে এবারও ফিরতে পারেননি সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল ইসলাম রাব্বি, তাসকিন আহমেদ ও সাব্বির রহমান। তবে গতবার রুকি ক্যাটাগরিতে থাকা ওপেনার লিটন কুমার দাসের এবার উন্নতি ঘটেছে ‘বি’ গ্রেডে। চলতি মাসেই নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবার শুরুতেই ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ যা শুরু হবে ১৩ ফেব্রুয়ারিতে। এরপর আছে ৩ টেস্ট। ইতোমধ্যেই উভয় সিরিজের জন্য জাতীয় দল ঘোষণা করেছে বিসিবি। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ ৮ ফেব্রুয়ারি শেষ হবে, তাই দুই ধাপে ৬ ও ৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হবেন ক্রিকেটাররা। সেই দলটিতে থাকা ক্রিকেটারদের মধ্যে ৫ জনই কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাননি। বাঁহাতি ওপেনার সৌম্য সরকার দলে আছেন কিন্তু চুক্তিতে নেই। এমনটা হয়েছে সাদমান ইসলাম অনিক, তাসকিন আহমেদ, মোহাম্মদ মিঠুন ও সাব্বির রহমানের ক্ষেত্রেও। তারা নিউজিল্যান্ড সফরের দলে থেকেও চুক্তিতে অন্তর্ভুক্ত হতে পারেননি। আর ইনজুরির কারণে ২০১৮ সালে সব পর্যায়ের ক্রিকেটে প্রায় অনিয়মিত হওয়ার কারণে তাসকিন কেন্দ্রীয় চুক্তিতে আসতে পারেননি। যদিও এবার বিপিএলে দুর্ধর্ষ বোলিং করে ২২ উইকেট নিয়ে বোলারদের তালিকায় সবার ওপরে এ ডানহাতি পেসার। প্রতিশ্রুতিশীল বাঁহাতি ওপেনার সাদমান সবেমাত্র এক টেস্ট খেলার কারণে এখুনি চুক্তিভুক্ত হওয়ার মতো অবস্থানে আসেননি। সৌম্য ও মিঠুনের পারফর্মেন্সের ধারাবাহিকতা না থাকায় তারা দলে এবং একাদশেই স্থায়ী হতে পারেননি। আর সাব্বির সবেমাত্র শৃঙ্খলা ভঙ্গের জন্য নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলে সুযোগ পেয়েছেন। আর গত বছর প্রায় নিয়মিতই খেলা বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু নিউজিল্যান্ড সফরের দলেও নেই, চুক্তিতেও নেই। এছাড়া সম্প্রতিই দল থেকে ছিটকে যাওয়া দুই ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত ও আরিফুল হক চুক্তিতে ঠাঁই পাননি। দু’জনেরই পারফর্মেন্স সন্তুষ্টিজনক নয়। আর মোসাদ্দেকের ফর্মের পাশাপাশি আছে শৃঙ্খলা বহির্ভূত কর্মকা-ে সংশ্লিষ্টতা। অবশ্য গত বছরে শেষ পর্যন্ত যে ১৩ জন ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছিলেন তাদের মধ্যে নাম ছিল না এদের কারও। গতবারই কেন্দ্রীয় চুক্তি ১৬ জন থেকে নামিয়ে ১০ জনে নিয়ে এসেছিল বিসিবি। সেই ১০ জনের তালিকায় ছিলেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন ও মুমিনুল হক সৌরভ। বাদ পড়েছিলেন সৌম্য, তাসকিন, সাব্বির, মোসাদ্দেক, রাব্বি ও ইমরুল। পরে চুক্তিতে রুকি ক্যাটাগরিতে যোগ হয়েছিলেন লিটন, শান্ত ও রনি। ১৩ জনের সেই কেন্দ্রীয় চুক্তির দল থেকে এবার ছিটকে গেছেন শান্ত। জাতীয় দলের জার্সিতে এবং ঘরোয়া আসরে টানা ব্যর্থতার কারণেই এবার তার জায়গা হয়নি কেন্দ্রীয় চুক্তিতে। ইমরুল এক বছর চুক্তির আওতায় ছিলেন না। এবার তিনি ফিরেছেন। গত বছর সেপ্টেম্বরে জাতীয় দলে ফেরার পর থেকেই দুর্দান্ত ফর্মে ছিলেন এ বাঁহাতি ওপেনার। সে কারণেই চুক্তিতে ফিরেছেন। আর তার নাম যোগ হয়েছে দ্বিতীয় পর্যায়ের ‘এ’ গ্রেডে। সেখানে তার সঙ্গে আছেন মুস্তাফিজ ও রুবেল। তবে আশ্চর্যের ব্যাপার হচ্ছে আসন্ন নিউজিল্যান্ড সফরের কোন দলেই তার জায়গা হয়নি। সেখানে সৌম্য চুক্তিতে না থেকেও জাতীয় দলে। গতবার রুকি ক্যাটাগরিতে থাকা পেসার রনি এবারও সেখানেই আছেন। তার সঙ্গে এই ক্যাটাগরিতে যোগ হয়েছেন তিন তরুণ পেসার রাহী, সাইফউদ্দিন ও খালেদের সঙ্গে অফস্পিনার নাঈম। তবে এই ক্যাটাগরি থেকে ‘বি’ গ্রেডে উন্নীত হয়েছেন ডানহাতি ওপেনার লিটন। তার সঙ্গে ‘বি’ ক্যাটাগরিতে আছেন মুমিনুল, মিরাজ ও তাইজুল। আর গতবারের মতোই এবারও সেরা ক্যাটাগরি ‘এ+’ গ্রেডে আছেন মাশরাফি, সাকিব, মুশফিক, তামিম ও রিয়াদ। এবারই প্রথম চুক্তিতে এসেছেন চার নবীন ক্রিকেটার- সাইফউদ্দিন, রাহী, খালেদ ও নাঈম। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে আকর্ষণীয় নৈপুণ্য দেখিয়েই তারা বিসিবির সন্তুষ্টি অর্জনে সক্ষম হয়েছেন। কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটাররা ॥ গ্রেড ‘এ+’ মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহীম ও মাহমুদুল্লাহ রিয়াদ। গ্রেড ‘এ’ ইমরুল কায়েস, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। গ্রেড ‘বি’ মুমিনুল হক সৌরভ, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। গ্রেড ‘রুকি’ আবু হায়দার রনি, আবু জায়েদ রাহী, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান ও সৈয়দ খালেদ আহমেদ।
×