ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এই সময়ে অভিনেতা শাওন আহমেদ

প্রকাশিত: ১২:৫৮, ২৯ জানুয়ারি ২০১৯

এই সময়ে অভিনেতা শাওন আহমেদ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের এই সময়ের অন্যতম তরুণ মঞ্চকর্মী শাওন আহমেদ। বেশ ক’বছর ধরেই ঢাকার মঞ্চে কাজ করছেন। ঢাকা মৌলিক নাট্যদলের একজন একনিষ্ঠ সদস্য হিসেবে দলের বেশিরভাগ প্রযোজনায় নিয়মিত অভিনয় করে প্রশংসিত হয়েছেন। পাশাপাশি ছোট পর্দার খণ্ড ও ধারাবাহিক নাটক এবং টেলিফিল্মে কাজ করেও পরিচিতি পেয়েছেন। ২০১৪ সালে কুষ্টিয়া সরকারী কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকায় চলে আসেন শাওন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাংলা কলেজে বিবিএ (ম্যানেজমেন্ট) চতুর্থ বর্ষে পড়ছেন তিনি। শাওন আহমেদ কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর আদর্শপাড়ার মোঃ শওকত আলী শেখ ও মোছাঃ রওশন আরা বেগম দম্পতির জ্যেষ্ঠ পুত্র। ছোট ভাই খোকন আহমেদ ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও শাওন অভিনয়কেই ধ্যান জ্ঞান করেছেন। ছোটবেলা থেকেই নাটকের প্রতি ভালবাসা ও অভিনেতা হওয়ার প্রবল মানসিক ইচ্ছে নিয়ে মঞ্চ নাটকে কাজ শুরু করেন। তবে প্রথম দিকে মডার্ন ড্যান্স চর্চা করেন কিছু দিন। এরপর মঞ্চ নাটকে অভিনয় করেন। এক সময় ঢাকা মৌলিক নাট্যদলে যোগ দেন। এইদলের হয়ে একাধিক মঞ্চ নাটকে অভিনয় করেন। এর মধ্যে নাট্যকার আব্দুল্লাহ আল মামুন রচিত ‘সুবচন নির্বাসনে’, শহিদুল হক খান শ্যানন রচিত ‘বৃত্তে বিপ্রতীপ’, তৌফিক হাসান ময়না রচিত পথনাটক ‘পাথর’ এবং সাইফুল ইসলাম রচিত ‘এই পিরিতি সেই পিরিতি নয়’ নাটকে অভিনয় করে প্রশংসিত হোন। নাটকগুলো শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা, মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনসহ দেশের বিভিন্ন মঞ্চে মঞ্চস্থ হয়েছে। এছাড়াও দলের আরও একাধিক নতুন মঞ্চ নাটকের মহড়ায় নিয়মিত অংশ নিচ্ছেন শাওন। মঞ্চের পাশাপাশি বিভিন্ন টিভি নাটকেও কাজ করছেন শাওন। মাছরাঙ্গায় প্রচারিত রোমান্টিক নাটক ‘না বলা গল্পটি’ নাটকে প্রথম অভিনয় করেন। এরপর বাংলাভিশনের ধারাবাহিক ‘পাগলা হাওয়া’, আরটিভির ধারবাহিক ‘অর্ধেক সত্য’ এবং খ- নাটক ‘কেন এমন হয়’, চ্যানেল আইয়ের ‘অচল’, এশিয়ান টিভির ‘প্যারাগ্রাফ’ ও ‘নিঃশব্দে তুমি’, দীপ্ত টিভির ‘বিউটিফুল’, এটিএন বাংলায় ‘একে গুণগুণ দুয়ে পাঠ’সহ বেশকিছু নাটকে কাজ করেছেন। এছাড়াও আরও একাধিক ধারাবাহিক ও সিঙ্গেল নাটক নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। দেশের গ-ি পেরিয়ে দুইটি সিঙ্গেল নাটক, দুইটি টেলিফিল্ম ও একটি ধারাবাহিকের কাজে অচিরেই নেপাল ও ব্যাংককে যাওয়ার কথা রয়েছে তার। সব মিলে পড়াশোনার পাশাপাশি মঞ্চ ও টিভি নাটকের অভিনয়ে সমানতালে ব্যস্ত সময় পার করছেন শাওন। সংস্কৃতি অঙ্গনের তরুণ এই কর্মী তার মেধা, অধ্যাবসায় এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাবেন তার কাক্সিক্ষত লক্ষ্যে। তার জন্য অনেক অনেক শুভ কামনা।
×