ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ভারতরত্নে ভূষিত হওয়ায় প্রণবকে শেখ হাসিনার অভিনন্দন

প্রকাশিত: ০৫:৫৪, ২৭ জানুয়ারি ২০১৯

ভারতরত্নে ভূষিত হওয়ায় প্রণবকে শেখ হাসিনার অভিনন্দন

বিশেষ প্রতিনিধি ॥ ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী দেশটির সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় পদক ‘ভারতরত্ন’-এ ভূষিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে প্রণব মুখার্জীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বলে তাঁর প্রেস উইং থেকে জানানো হয়েছে। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও জামাই হিসেবে পরিচিত প্রণব মুখার্জীকে এবার ভারতরত্ন খেতাবের জন্য মনোনীত করে দেশটির সরকার। পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতা প্রণব মুখার্জী রাজনৈতিক জীবন পেরিয়ে ২০১২ সালে ভারতের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। ওই পদে তিনিই প্রথম বাঙালী। ২০১৭ সালে দায়িত্ব ছাড়ার পর অবসর জীবন কাটাচ্ছেন তিনি। ভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ প্রণব মুখার্জীকে রাষ্ট্রপতি ছাড়াও বিভিন্ন সময় ভারত সরকারের প্রতিরক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ভারতের প্রথম বাঙালী রাষ্ট্রপতি প্রণব মুখার্জীকে শনিবার দেশটির রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ভারতরত্ন পদকে ভূষিত করেন। শনিবার ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এই পদক প্রদানের ঘোষণা দেয়া হয়। একই সঙ্গে প্রখ্যাত সঙ্গীত শিল্পী প্রয়াত ভূপেন হাজারিকা ও সমাজকর্মী নানাজী দেশমুখকে মরণোত্তর এই পদকে ভূষিত করা হয়। বাংলাদেশের বন্ধু হিসেবে পরিচিত প্রণব মুখার্জী বিয়ে করেছেন বাংলাদেশের নড়াইলের মেয়া শুভ্রা মুখোপাধ্যায়কে। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দীর্ঘদিন থেকেই পারিবারিক সম্পর্ক রয়েছে প্রণব মুখার্জীর। ১৯৫৪ সালের ২ জানুয়ারি ‘ভারতরত্ন’ পুরস্কার চালু হয়। মানবিক কৃতিত্বের যে কোন ক্ষেত্রে সর্বোচ্চ এ পুরস্কার দেয়া হয়ে থাকে। বছরে সর্বোচ্চ তিনজনকে পুরস্কারটি দেয় ভারত সরকার।
×