ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাইলেন শিল্পী খায়রুল বাশার

প্রকাশিত: ০৩:৫৩, ২৬ জানুয়ারি ২০১৯

 গাইলেন শিল্পী খায়রুল বাশার

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি উত্তরায় দিয়া বাড়ির প্রধান ক্যাম্পাসে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজ পরিবারের মিলনমেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্য শিল্পীদের পাশাপাশি সঙ্গীত পরিবেশন করেন প্রতিষ্ঠানের ইংরেজী বিভাগের শিক্ষক এবং এই সময়ের সম্ভাবনাময় সঙ্গীতশিল্পী খায়রুল বাশার। অনুষ্ঠানে তিনি তার ‘জল রং’, ‘আনকোরা চোখ’, ‘অভিমানে প্রেম বাড়ে’ এবং কিশোর কুমারের ‘চিরদিনি তুমি যে আমার’সহ বেশ কিছু গান গেয়ে উপস্থিত অতিথি এবং শিক্ষক-শিক্ষার্থীদের মুগ্ধ করেন। শিক্ষকতার পাশাপাশি গান নিয়েই বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাশার। সজীব দাসের সুর ও সঙ্গীতে প্রথম একক এ্যালবামের কাজ এগিয়ে নিচ্ছেন। এ্যালবামে মোট পাঁচটি গান থাকবে। ইতোমধ্যে দুটি গান প্রকাশ হয়েছে। অডিও প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘আনকোরা চোখ’ শিরোনামের গানের ভিডিও। রাকিব হাসান রুহুলের লেখা ‘আনকোরা চোখ’ গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সজীব দাস। এর কিছু দিন আগে অন্তর্জালে রিলিজ হয় খায়রুল বাশারের ‘জলরঙ’ শিরোনামের গানের লিরিক্যাল ভিডিও। দ্বৈত এই গানটিতে খায়রুল বাশারের সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী ন্যান্সি। রেজাউর রহমান রিজভীর লেখা গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সজীব দাস। এছাড়া এ্যালবামে তিন নাম্বার গান তৈরির প্রস্তুতি চলছে। গীতিকবি নাসরিন ইসলামের ‘স্বপ্ন ভাঙা মন’ শিরোনামের ওই গানে কণ্ঠ দেবেন খায়রুল বাশার। গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করছেন সজীব দাস। খায়রুল বাশার মাইলস্টোন কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক। খায়রুল বাশার নিয়ম করে গানের রেওয়াজ করেন। ছোটবেলা থেকেই কিছু একটা করার তীব্র বাসনা ছিল। টুকটাক গাইতে পারতেন বাশার। অবশেষে তার স্বপ্ন পূরণ হতে চলেছে। একক এ্যালবাম প্রকাশের মাধ্যমে অচিরেই তার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তার জন্য শুভ কামনা।
×