ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নতুন স্টার সিনেপ্লেক্সের উদ্বোধন আজ

প্রকাশিত: ০৩:৫১, ২৬ জানুয়ারি ২০১৯

 নতুন স্টার সিনেপ্লেক্সের উদ্বোধন আজ

স্টাফ রিপোর্টার ॥ চলচ্চিত্রাঙ্গনে ধসের কারণে দেশের অধিকাংশ সিনেমা হল বন্ধ হয়েছে, এভাবে চলতে থাকলে আরও হল বন্ধ হয়ে যাবে এতে কোন সন্দেহ নেই। এরই মধ্যে কিছুটা হলেও আশার আলো জাগিয়ে তুলেছে স্টার সিনেপ্লেক্স। যা দেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য একটি ইতিবাচক সংযোজন। নতুন মাল্টিপ্লেক্স চালুর উদ্যোগ নিঃসন্দেহে বড় সুসংবাদ। চলচ্চিত্রপ্রেমী দর্শকদের জন্য নতুন সুখবর নিয়ে এলো রাজধানীর অভিজাত সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। ধানম-ির সীমান্ত সম্ভারে (প্রাক্তন রাইফেলস স্কয়ার) চালু হচ্ছে তাদের নতুন চোখ ধাঁধানো মাল্টিপ্লেক্স সিনেমা হল। আজ শনিবার যাত্রা শুরু করবে নতুন এই সিনেপ্লেক্স। জমকালো আয়োজনের মধ্য দিয়ে এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল। আরও উপস্থিত থাকবেন বিভিন্ন অঙ্গনের ব্যক্তিত্বরা। সীমান্ত সম্ভারের দশম তলায় নির্মিত এ সিনেপ্লেক্সে রয়েছে তিনটি হল। এখানে আন্তর্জাতিক মানসম্পন্ন নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসংবলিত এ্যাটমস ডলবি সাউন্ড সিস্টেম, সিলভার স্ক্রিনসহ একটি পূর্ণাঙ্গ মাল্টিপ্লেক্সের সব ধরনের সুবিধা থাকছে। এ জানান স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ম্যানেজার মেসবাহ উদ্দিন আহম্মেদ। রাজধানীর ধানম-ি, জিগাতলাসহ এর আশপাশের এলাকার দর্শকদের সুবিধার কথা চিন্তা করে অনেক দিন থেকেই এখানে একটি সিনেপ্লেক্স নির্মাণের পরিকল্পনা চলছিল বলে জানায় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। এবার সেই পরিকল্পনা বাস্তবায়ন হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে নতুন মাইলফলক রচনা করছে স্টার সিনেপ্লেক্স। দেশের কোন সিনেপ্লেক্সের এটিই হতে যাচ্ছে আলাদা শাখা। এ প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, দ্বিতীয় স্টার সিনেপ্লেক্সের যাত্রা শুরু হচ্ছে, যা আমাদের পথচলায় নতুন মাত্রা যোগ করছে। দর্শকদের ভালবাসাই আমাদের এ যাত্রায় অনুপ্রেরণা যুগিয়েছে। আমরা শুরু থেকেই দর্শকদের সিনেমা দেখার নতুন পরিবেশ উপহার দিতে চেয়েছি। তারই ধারাবাহিকতায় এগিয়ে চলছে আমাদের এই প্রয়াস। দর্শকদের ভালবাসাকে সঙ্গী করে আমরা আরও অনেক দূর যেতে চাই। উল্লেখ্য, দেশের সিনেমাপ্রেমী দর্শকদের বিশ্বমানের প্রেক্ষাগৃহ উপহার দেয়ার লক্ষ্যে ২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলে যাত্রা শুরু করে স্টার সিনেপ্লেক্স। হলিউডের নতুন চলচ্চিত্রে পাশাপাশি সুস্থ ধারার দেশীয় চলচ্চিত্রও নিয়মিতভাবে প্রদর্শিত হচ্ছে এখানে। নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসংবলিত সাউন্ড সিস্টেমসহ নানা অভিনবত্বের মধ্য দিয়ে সিনেমাপ্রেমীদের প্রিয় নাম হয়ে উঠেছে স্টার সিনেপেপ্লক্স। ২০১৯ সালের মধ্যে ঢাকার উত্তরা, পূর্বাচলসহ বিভিন্ন স্থানে আরও ২০টি হল নির্মাণ এবং পর্যায়ক্রমে দেশব্যাপী ১০০টি হল নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান কর্তা মাহবুব রহমান রুহেল।
×