ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বৈধ পথে দেশে রেমিটেন্স পাঠানোর আহ্বান

প্রকাশিত: ০৬:৩৫, ১৭ জানুয়ারি ২০১৯

বৈধ পথে দেশে রেমিটেন্স পাঠানোর আহ্বান

অর্থনৈতিক রিপোর্টার ॥ বৈধ পথে দেশে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের অনুরোধ জানিয়েছেন সোনালী ব্যাংকের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ। মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশীদের অবদান বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। বুধবার সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ওবায়েদ উল্লাহ বলেন, ‘প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কারণে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আজ শক্তিশালী হয়েছে।’ এসময় সোনালী ব্যাংকের নেয়া নানা সুযোগ সুবিধার কথা তুলে ধরে তিনি বিগত বছরে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কারণে সোনালী ব্যাংকের ব্যপক সাফল্যের কথা ও তুলে ধরেন। বাংলাদেশ দূতাবাসের সোনালী ব্যাংক প্রতিনিধির উদ্যোগে আয়োজিত এ সভায় চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান আশরাফুল মকবুল। সোনালী ব্যাংকের চেয়ারম্যান আগামী দিনে রেমিটেন্স পাঠানোর ওপর ভিত্তি করে প্রবাসীদের বিভিন্ন প্রণোদনা প্রদানের বিষয়ে পরিকল্পনা গ্রহণ করবেন বলে জানান। সৌদি আরবের রিয়াদে প্রবাসীদের সুবিধার্থে সোনালী ব্যাংকের শাখা খোলার ব্যাপারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান। তিনি আশা প্রকাশ করেন অচিরেই বাংলাদেশে সোনালী ব্যাংকের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে। রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, প্রবাসী বাংলাদেশীদের বৈধ পথে রেমিটেন্স প্রেরণ ও বিভিন্ন ব্যবসায়িক সুবিধার্থে সোনালী ব্যাংকের একটি শাখা রিয়াদে খোলার বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে। প্রবাসীদের বীমা সুবিধা প্রদানের জন্য জীবন বীমা কোম্পানি কর্তৃপক্ষ আগামী মাসে সৌদি আরব সফর করবেন বলে জানান তিনি।
×