ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টানা দুই হার দেখা রংপুর রাইডার্সের প্রতিপক্ষ সিলেট সিক্সার্স

ফিরতি ম্যাচে ঢাকার মুখোমুখি আজ রাজশাহী

প্রকাশিত: ০৬:৪২, ১৬ জানুয়ারি ২০১৯

ফিরতি ম্যাচে ঢাকার মুখোমুখি আজ রাজশাহী

মোঃ মামুন রশীদ ॥ সিলেট পর্বের শুরু থেকেই চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরে ফিরতি ম্যাচও শুরু হয়েছে। মঙ্গলবার প্রথম দিনে স্বাগতিক সিলেট সিক্সার্স দ্বিতীয়বারের মতো মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। আজ আরেকটি ফিরতি ম্যাচ। টানা ৪ জয়ে একক আধিপত্য দেখিয়ে শীর্ষে থাকা ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে আজ রাজশাহী কিংস। ঢাকা পর্বের উদ্বোধনী দিনেই ফ্লাড লাইটের আলোয় খেলেছিল দু’দল। সে লড়াইয়ে রাজশাহীকে উড়িয়ে দিয়েছিল ঢাকা। এবার আলাদা ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রতিশোধের আশায় নামবে রাজশাহী। ম্যাচটি দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে। অপর ম্যাচে স্বাগতিক সিলেট মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের। টানা দুই ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে চলে যাওয়া রংপুরের আজ ঘুরে দাঁড়ানোর লড়াই। তবে ঘরের মাঠে ঢাকা পর্বের ব্যর্থতা ঘুচিয়ে ওঠার মিশনে থাকতে দৃঢ়প্রতিজ্ঞ সিলেট। ঢাকা পর্ব সিলেটের তেমন ভাল যায়নি, ৩ ম্যাচ খেলে মাত্র একটি জয় তুলে নিতে পেরেছে তারা। তবে নিজেদের মাঠে খেলা আসতেই স্বাগতিকদের নিয়ে স্থানীয় ক্রিকেট ভক্ত-সমর্থকদের নিয়ে উন্মাদনা তৈরি হয়েছে। আর এ মাঠে সিলেট যে দুর্দান্ত, সেটার প্রমাণ গত আসরে প্রথমবার খেলেই প্রমাণ করেছিল। যদিও গতবার দল গড়ার দিক থেকে আহামরি মানের ছিল না, কিন্তু সিলেটের মাঠে শুরু হওয়া বিপিএলে চমক দেখিয়েছিল স্বাগতিকরা। আর এবার এই দলটিতে আছেন ডেভিড ওয়ার্নারের মতো তারকা ক্রিকেটার যার নেতৃত্বেই এবার বিপিএলে অংশ নিচ্ছে সিলেট। দল গড়ার পর অনেকেই বলছিলেন, ব্যাটে-বলে দারুণ সাজুয্য নিয়ে সবচেয়ে ব্যালেন্সড দল গড়েছে সিলেট। কারণ এখানে ব্যাটিং লাইনআপে আছেন ওপেনার লিটন দাস, অস্ট্রেলিয়ার ওয়ার্নার, সাব্বির রহমান, নিকোলাস পুরান, আন্দ্রে ফ্লেচাররা। আর বোলিং লাইনআপে ফর্মে ফেরা তাসকিন আহমেদ, ইমরান তাহির, সন্দ্বীপ লামিচানে, সোহেল তানভীর, মোহাম্মদ ইরফান। অলরাউন্ডার তালিকায় বেশ সমৃদ্ধ তারা, কারণ অভিজ্ঞ অলক কাপালি, নাসির হোসেন, ফ্যাবিয়ান এ্যালেন, আফিফ হোসেন ধ্রুবরা আছেন। তাই এবার নিজেদের মাঠে জ্বলে ওঠার সুযোগ তাদের। আগের তিন ম্যাচেই তারা দারুণ লড়াই করেছে। এর মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৪ উইকেটে এবং ঢাকার কাছে ৩২ রানে হেরে যায়। কিন্তু চিটাগং ভাইকিংসকে ৫ রানে হারিয়ে দেয়। এবার আরেক শক্তিশালী দল রংপুরের মুখোমুখি তারা। রংপুর বেশ বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। দলের বোলাররা দারুণ ফর্মে থাকলেও, ব্যাটসম্যানদের ব্যর্থতায় সুবিধা করতে পারছে না তারা। সে কারণেই টানা দুই ম্যাচ হেরে সিলেটে এসেছে মাশরাফি বিন মর্তুজার দল। ফর্মে নেই ওপেনার ক্রিস গেইল, মেহেদী মারুফ, এ্যালেক্স হেলসরা। দলের ব্যাটিং চলছে শুধু দক্ষিণ আফ্রিকার রাইলি রুশোর ধারাবাহিক নৈপুণ্যে। রবি বোপারা, মোহাম্মদ মিঠুন ভাল খেললেও ধারাবাহিকতা নেই। তবে মাশরাফি, ফরহাদ রেজা, শফিউল ইসলাম ও বেনি হাওয়েলরা বল হাতে দারুণ কার্যকর ভূমিকা রেখে চলেছেন। এবার দলগত ভাল নৈপুণ্যে টানা হারের কবল থেকে নিজেদের বের করার মিশন রংপুরের। দিনের প্রথম ম্যাচে আরেকবার ঢাকা-রাজশাহী মোকাবেলা। ঢাকা পর্বের শেষদিকে এসে দারুণ চমক দেখিয়েছিল রাজশাহী। বিপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে দুই ম্যাচ জিতে যায় তারা। বিশেষ করে শক্তিশালী রংপুরের বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৫ রানের জয়টিতে উজ্জীবিত হয়েই সিলেট এসেছিল তারা। কিন্তু পচা শামুকে পা কেটেছে মিরাজদের। আসরের সবচেয়ে দুর্বল দল খুলনা টাইটান্সের কাছে মঙ্গলবার ২৫ রানে হেরে গেছে তারা। টানা ৪ ম্যাচ হারের পর প্রথম জয় দেখেছে খুলনা। সেই ধাক্কা সামলে আজ আবার ঢাকার মুখোমুখি হয়ে দারুণ কিছু করা কঠিন চ্যালেঞ্জ রাজশাহীর জন্য। ঢাকা পর্বে প্রথম মোকাবেলায় ঢাকার সঙ্গে বিন্দুমাত্র প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি মিরাজরা। হেরে গিয়েছিল ৮৩ রানের বড় ব্যবধানে। তবে এরপর মুস্তাফিজুর রহমান, আরাফাত সানি, ইসুরু উদানা ও কামরুল ইসলাম রাব্বিদের দুর্দান্ত বোলিংয়ে নিজেদের শক্তির প্রমাণ দিযেছে তারা। ইতোমধ্যে লঙ্কান লেগস্পিন অলরাউন্ডার সেকুগে প্রসন্নও যোগ দিয়েছেন। তবে ভাল কিছু করতে হলে ব্যাটিংয়ে সৌম্য সরকার, মুমিনুল হকদের রানে ফেরা ছাড়া উপায় নেই। কারণ, ব্যাটিং লাইনআপে কোন বড় নাম নেই রাজশাহীর। কিন্তু ঢাকার মূল শক্তিই ব্যাটিংয়ে। লম্বা ব্যাটিং লাইনআপে হজরতুল্লাহ জাজাই, সুনিল নারাইন, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, রনি তালুকদার, শুভাগত হোমরা আছেন। চলতি আসরে এখন পর্যন্ত সব ম্যাচেই ঢাকা সেজন্য বড় দলীয় সংগ্রহ পেয়েছে। টানা চার ম্যাচ জেতার পর আজও তারা সেটা ধরে রাখার মিশনেই নামবে।
×