ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে বিমানবন্দরে যেতে কর্ণফুলীতে নৌরুট হচ্ছে

প্রকাশিত: ০৬:৪৯, ১৫ জানুয়ারি ২০১৯

চট্টগ্রামে বিমানবন্দরে যেতে কর্ণফুলীতে নৌরুট হচ্ছে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ব্যস্ততম নগরীর যানজট এড়িয়ে বিদেশ যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াতের জন্য পতেঙ্গা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত হতে যাচ্ছে নৌরুট। এতে করে স্বল্প সময়ের মধ্যে এয়ারপোর্টে যেমন যাওয়া যাবে, তেমনিভাবে উপভোগ করা যাবে নদীপথে ভ্রমণের সৌন্দর্য। ভ্রমণপিয়াসী সাধারণ মানুষের জন্যও এটি দারুণ খবর। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে নেয়া হয়েছে এই পরিকল্পনা। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোঃ ওমর ফারুক সোমবার জনকণ্ঠকে জানান, এই নৌ সার্ভিস থাকবে কর্ণফুলী নদীর সদরঘাট থেকে বিমানবন্দরের কাছাকাছি ১৫ নম্বর জেটি পর্যন্ত। আনুমানিক ৮ থেকে ৯ কিলোমিটার দূরত্ব নদীপথেই পাড়ি দেবেন যাত্রীরা। সদরঘাটেই থাকবে কাস্টমসের লাগেজ চেকিং ও প্রয়োজনীয় আনুষ্ঠানিক কাজ করার ব্যবস্থা। এই লক্ষ্যে যাবতীয় পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেছে। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে তৈরি হচ্ছে লঞ্চ। জানা যায়, এই রুটে শুধুমাত্র কর্তৃপক্ষের নির্ধারিত এবং অনুমোদিত যাত্রীবাহী জলযানগুলোই চলাচল করবে। রুটটি চালু করা গেলে শহরের যানজট এড়িয়ে যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবেন। পর্যটকরাও এই ভ্রমণ সুবিধা ভোগ করতে পারবেন। চট্টগ্রাম ড্রাইডকের সঙ্গে ইতোমধ্যেই এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষের চুক্তি হয়েছে। সে অনুযায়ী কাজও চলছে। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই রুট চালু হবে বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত, চট্টগ্রাম নগরীর জিইসি মোড় থেকে পতেঙ্গার দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার। স্বাভাবিক গতিতে গাড়ি চললে এই দূরত্ব পাড়ি দিতে সময় লাগে ২৫ থেকে ৩০ মিনিট। কিন্তু লালখান বাজার, দেওয়ানহাট, আগ্রাবাদ, বারিক বিল্ডিং, কাস্টমস, ইপিজেডসহ অন্তত ৮টি পয়েন্টে ভয়ানক যানজটের পড়তে হয় যানবাহনগুলোকে। এতে করে পতেঙ্গা পৌঁছাতে সময় লেগে যায় দেড় থেকে দুই ঘণ্টা। এই বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন এই নৌরুট চালুর উদ্যোগ নেয়া হয়েছে।
×