ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে মিতালী বাজার কৃষি ব্যাংক স্থানান্তর বাতিলের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৪:০৫, ১৪ জানুয়ারি ২০১৯

 লক্ষ্মীপুরে মিতালী বাজার কৃষি ব্যাংক স্থানান্তর বাতিলের দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মিতালী বাজার কৃষি ব্যাংক শাখা স্থানান্তর বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন গ্রাহকরা। রবিবার দুপুরে ওই ব্যাংকের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। এ সময় ব্যাংকের শাখাটি বহাল রাখার দাবিতে ব্যবসায়ী ও এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোক এতে অংশ নেয়। মানবন্ধনে বক্তব্য রাখেন, দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন ব্যাপারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল সাজী, মিতালী বাজার উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ ফারুক অর রশিদ প্রমুখ। বক্তারা বলেন, ২০০৭ সালে স্থাপনের পর থেকে কৃষি ব্যাংক মিতালী বাজার শাখায় উপজেলার পশ্চিমাঞ্চলের তিনটি ইউনিয়নের কৃষক, ব্যবসায়ীরা লেনদেন ও এলাকাবাসী বিদ্যুত বিল পরিশোধ করে আসছে। মিতালী বাজারে ওই ব্যাংক ছাড়া অন্য কোন ব্যাংকের শাখা নেই।
×