ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চলচ্চিত্র উৎসবে ‘ভাবনগর’ আজ

প্রকাশিত: ০৩:৪৫, ১৩ জানুয়ারি ২০১৯

চলচ্চিত্র উৎসবে ‘ভাবনগর’ আজ

স্টাফ রিপোর্টার ॥ সপ্তদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ দিন আজ রবিবার প্রদর্শিত হবে বাংলাদেশের আলোচিত চলচ্চিত্র ‘ভাবনগর’। গণগ্রন্থাগার মিলনায়তনে বাংলাদেশ প্যানারোমা বিভাগে সন্ধ্যা সাড়ে ৭টায় চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। মরমী শিল্পী ফকির লালন সাঁইকে নিয়ে ‘ভাবনগর’ প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন মঞ্জুরুল হক। ২০০৪ থেকে ২০১৭ সাল দীর্ঘ ১৩ বছর সময় নিয়ে তিনি এই প্রামাণ্যচিত্র চলচ্চিত্রটি নির্মাণ করেছেন। ফকির লালন সাঁইয়ের ধামে অনুষ্ঠিত সাধু সঙ্গের অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতিতে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্রটি। মঞ্জুরুল হক এটি পরিচালনার পাশাপাশি সঙ্গীত পরিচালনা, চিত্রনাট্য ও সম্পাদনাও করেছেন। সেই সঙ্গে প্রদীপ আইচ ও আব্দুল আজিজের সঙ্গে যৌথভাবে চিত্রগ্রহণের কাজও করেছেন তিনি। মঞ্জুরুল হক জানান, ‘ভাবনগর’ চলচ্চিত্রটির বিষয়বস্তু হলো সাধুসঙ্গ। ২৪ ঘণ্টাব্যাপী সাধুসঙ্গ আট প্রহরে বিন্যস্ত। প্রত্যেক প্রহরের আচার, আলোচনা ও সঙ্গীতের আঙ্গিক এবং বিষয়বস্তু ভিন্ন ভিন্ন। এর প্রতিটি বিষয় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, আমি যখন এটা নির্মাণ করছিলাম, সাধু-ফকিররাও নির্মাণ প্রক্রিয়ার অংশ হয়ে উঠেছিলেন। তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের তত্ত্ব, সাধনা ও সমাজ ভাবনা নিয়ে কথা বলেছেন। প্রত্যেক প্রহরে পরিবেশিত সঙ্গীত তাৎক্ষণিকভাবে রেকর্ড করা হয়েছে। সাধু-ফকিরদের সেইসব আলাপ ও সঙ্গীতের মালা গেঁথে তৈরি হয়েছে এটি। নতুন করে লালনকে জানতে সহযোগী হবে এই প্রামাণ্যচলচ্চিত্র। ছবি ঘরের ব্যানারে ‘ভাবনগর’ নির্মাণ হয়েছে। এর নির্বাহী প্রযোজক আয়েশা হক ও সহযোগী প্রযোজক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন। চলচ্চিত্রের শব্দগ্রহণ করেছেন রবিউল ইসলাম নান্নু।
×