ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নতুন অর্থমন্ত্রীকে ডিএসইর অভিনন্দন

প্রকাশিত: ০৬:৩১, ৯ জানুয়ারি ২০১৯

নতুন অর্থমন্ত্রীকে ডিএসইর অভিনন্দন

অর্থনৈতিক রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন আ. হ. ম. মুস্তফা কামাল। সেই জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অভিনন্দন জানিয়েছে নবনির্বাচিত এই অর্থমন্ত্রীকে। মঙ্গলবার ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল মতিন পাটোয়ারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। চতুর্থবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত আ হ ম মুস্তফা কামাল বিগত দিনে পাবলিক এ্যাকাউন্টস কমিটির সদস্য, বিনিয়োগ বোর্ডের সদস্য, প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, যাকাত বোর্ডের সদস্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। সকল ক্ষেত্রেই তাঁর রয়েছে সততা ও নিষ্ঠার আকাশছোঁয়া সফলতা। এছাড়া অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে খ্যাত দেশের শেয়ারবাজার উন্নয়নে বহুমুখী উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছেন। আগামী দিনেও এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছে ডিএসই। উল্লেখ্য, ডিএসই দেশের শিল্পোন্নয়ন, বিদ্যুত ও জ্বালানিসহ সব অবকাঠামোগত উন্নয়নমূলক কাজের অংশীদার হিসেবে পাশে থাকার প্রতিশ্রুতিবদ্ধ। একটি পরিপূর্ণ, উন্নত শেয়ারবাজার গঠনের জন্য সরকারের দিকনির্দেশনায় ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
×