ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কৃত্রিম শিরাযুক্ত হাতের তালু

প্রকাশিত: ০৭:৫৬, ৪ জানুয়ারি ২০১৯

 কৃত্রিম শিরাযুক্ত হাতের তালু

আঙ্গুলের ছাপ নকল হওয়ার ভয়ে কর্মীদের হাতের তালুতে থাকা শিরা বা ধমনি স্ক্যানের মাধ্যমে পরিচয় যাচাই করে অনেক প্রতিষ্ঠান। কিন্তু বিধি বাম, এবার কৃত্রিম শিরাযুক্ত হাতের তালু তৈরি করে ভেইন স্ক্যানিং পদ্ধতিকে বোকা বানিয়েছেন নিরাপত্তা গবেষকরা। তাঁদের দাবি, চামড়ার আদলে তৈরি কৃত্রিম তালুটি স্ক্যানারের ক্যামেরার ইনফ্রারেড ফিল্টারকে বোকা বানিয়ে নিরাপত্তা বেষ্টনী পার হতে পারে।
×