ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গত বছর বিও হিসাব বেড়েছে ৫৭ হাজার

প্রকাশিত: ০৬:৪৭, ৪ জানুয়ারি ২০১৯

 গত বছর বিও হিসাব বেড়েছে ৫৭ হাজার

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত বছর অর্থাৎ ২০১৮ সালে দেশের শেয়ারবাজারে তেমন কোন অস্থিরতা ছিল না। তবে বছর শেষে দেখা গেছে উভয় শেয়ারবাজারের সব সূচকই কমেছে। একই সঙ্গে বাজার মূলধনও কমেছে। এর মধ্যেও বিদায়ী বছরে দেশের শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ৫৭ হাজার বিনিয়োগকারী বেনিফিশিয়ারি ওনার্স (বিও) এ্যাকাউন্ট খুলেছে। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ২০১৭ সালের শেষ দিন শেয়ারবাজারে বিনিয়োগকারী ছিল ২৭ লাখ ২১ হাজার ৫২৬ জন। ঠিক এক বছর পর অর্থাৎ ২০১৮ সালের শেষ দিন শেয়ারবাজারে বিনিয়োগকারী দাঁড়িয়েছে ২৭ লাখ ৭৮ হাজার ৭৯৬ জনে। অর্থাৎ বছরের ব্যবধানে শেয়ারবাজারে নতুন করে বিনিয়োগকারী বেড়েছে ৫৭ হাজার ২৭০ জন। জানা গেছে, শেয়ারবাজারে ২৭ লাখ ৭৮ হাজার ৭৯৬ বিনিয়োগকারীর মধ্যে পুরুষ রয়েছে ২০ লাখ ২৭ হাজার ৫ জন। ২০১৭ সালের শেষ দিন পুরুষ বিনিয়োগকারী ছিল ১৯ লাখ ৮৮ হাজার ৪২৯ জন। অর্থাৎ বছরের ব্যবধানে পুরুষ বিনিয়োগকারী বেড়েছে ৩৮ হাজার ৫৭৬ জন। একই সময়ে নারী বিনিয়োগকারী ১৭ হাজার ৮৭৯ জন বেড়েছে। ২০১৭ সালের শেষ দিন নারী বিনিয়োগকারী ছিল ৭ লাখ ২১ হাজার ৩৩৯ জন। আর ২০১৮ সালের শেষ দিন নারী বিনিয়োগকারী দাঁড়িয়েছে ৭ লাখ ৩৯ হাজার ২১৮ জনে। ২০১৮ সালের শেষ দিন কোম্পানি বিনিয়োগকারী দাঁড়িয়েছে ১২ হাজার ৫৭৯ জন। ২০১৭ সালের শেষ দিন কোম্পানি বিনিয়োগকারী ছিল ১১ হাজার ৭৫৮টিতে। অর্থাৎ এক বছরে কোম্পানি বিনিয়োগকারী বেড়েছে ৮২১টি। ২০১৭ সালের শেষ দিন দেশী বিনিয়োগকারী ছিল ২৫ লাখ ৫৪ হাজার ৩৭৯ জন। ২০১৮ সালের শেষ দিন দেশী বিনিয়োগকারী দাঁড়িয়েছে ২৬ লাখ ২ হাজার ৫৫২ জনে। এক বছরে দেশী বিনিয়োগকারী বেড়েছে ৪৮ লাখ ১৭৩ জন। একই সময়ে বিদেশী বিনিয়োগকারী বেড়েছে ৮ হাজার ২৭৬ জনে। ২০১৭ সালে বিদেশী বিনিয়োগকারী ছিল ১ লাখ ৫৫ হাজার ৩৮৯ জন। ২০১৮ সালের শেষ দিন বিদেশী বিনিয়োগকারী দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৬৫ জনে।
×