ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সুমন্ত গুপ্ত

কাদের খান একটি অধ্যায়ের নাম

প্রকাশিত: ০৬:৪৮, ৩ জানুয়ারি ২০১৯

কাদের খান একটি অধ্যায়ের নাম

নতুন বছরের প্রথম দিনেই খারাপ খবর ছিল সিনেপ্রেমীদের জন্য। প্রয়াত হলেনÑ প্রবাদপ্রতিম অভিনেতা কাদের খান। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট-সহ একাধিক জটিল রোগে ভুগছিলেন তিনি। ৮১ বছর বয়সে কাদের খানের জীবনাবসান হলো। কাদের খান ১৯৩৫ সালের ২২ অক্টোবর আফগানিস্তানের কাবুলে জন্মগ্রহণ করেন। তিনি কাবুল আফগানিস্তানের আফগান পশতুন বংশোদ্ভূদ। তিনি আবদুল রেহমানের পুত্র, যিনি কান্দাহারের বাসিন্দা এবং তার মাতা ইকবাল বেগম ছিলেন বর্তমান পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের পিশিন জেলার অধিবাসী। তার তিন ভাই, শামস উর রেহমান, ফজল রেহমান এবং হাবিব উর রেহমান, তারা সবাই কাদের খানের জন্মের পূর্বে মারা যান। এক বছর বয়সে, তার পরিবার বোম্বে স্থানান্তরিত হন এবং তারা কামাথিপুরা নামক একটি অপরাধপ্রবণ স্থানে বসবাস শুরু করেন। তিনি প্রথমে একটি স্থানীয় মিউনিসিপ্যাল স্কুলে এবং পরবর্তীতে ইসমাইল ইউসুফ কলেজে অধ্যয়ন করেন। এরপর তিনি ইনিস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (ভারত) থেকে পুরকৌশলের ওপর মাস্টার্স ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (গওঊ) সম্পন্ন করেন। ১৯৭০ থেকে ১৯৭৫-এর মাঝা মাঝি সময়ে, তিনি বায়চুল্লায় অবস্থিত এমএইচ সাবু সিদ্দিক কলেজ অব ইঞ্জনিয়ারিং এ পুরকৌশল-এর শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। কলেজের বার্ষিক অনুষ্ঠানে, তিনি একটি নাটকে অভিনয় করেন, যা উপস্থিত সকলের প্রশংসা অর্জন করেন। দিলীপ কুমার এই অভিনয় সম্পর্কে জানতে পারেন, কাদের খান তাকে তার অভিনয় দেখার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানান। কাদের খান তার জন্য বিশেষ আয়োজনের ব্যবস্থা করেন এবং তাকে নাটকে অভিনয় করে দেখান। কুমার তার অভিনয়ে সন্তুষ্ট হয় এবং তার সঙ্গে পরবর্তী দুইটি সিনেমায় কাজ করার জন্য তার সঙ্গে চুক্তিবদ্ধ হয়। একটি হল সাগিনা মাহাতো এবং অন্যটি বাইরাগ। কাদের খান ১৯৭০ সাল থেকে একবিংশ শতাব্দী পর্যন্ত ৪৫০টিরও বেশি হিন্দী এবং উর্দু সিনেমায় অভিনয় করেছেন এবং ২৫০টিরও বেশি ভারতীয় সিনেমার সংলাপ লিখেছেন। মনমোহন দেশাই ১৯৭৪ সালে রটি সিনেমার সংলাপ লেখার জন্য এক লাখ ২১ হাজার রুপী পরিশোধ করেন। তিনি জিতেন্দ্র, ফিরোজ খান, অমিতাভ বচ্চন, গোবিন্দ এবং ডেভিড ধাওয়ানের মতো জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। তিনি শক্তি কাপুর এবং জনি লিভারের মতো কমেডিয়ানের সঙ্গে কাজ করেছেন। তিনি সিনেমায় বাবা, চাচা, মামা, ভাই, খলনায়ক অথবা খলনায়কের সহকারী, অতিথি শিল্পী এবং কমেডিয়ানের মতো বহু চরিত্রে সহ-অভিনেতা হিসেবে অভিনয় করেছেন। তিনি হিন্দী সিনেমায় কিংবদন্তি হিসেবে বিশেষভাবে পরিচিত। হিন্দী চলচ্চিত্র শিল্প এবং বলিউডে তার অবদান অনস্বীকার্য।
×