ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইন্স্যুরেন্স ফোরামের নতুন কমিটি

প্রকাশিত: ০৩:৫৮, ৩ জানুয়ারি ২০১৯

ইন্স্যুরেন্স ফোরামের নতুন কমিটি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাদের (সিইও) সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) সভাপতি হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন বিএম ইউসুফ আলী। তিনি পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সিইও। বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের তৃতীয় বার্ষিক সাধারণ সভায় তাকে পুনরাই সংগঠনটির সভাপতি নির্বাচিত করা হয়। একই সঙ্গে সভায় ২০১৯-২০ অর্থবছরে জন্য কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদ নির্বাচন করা হয়। সহ-সভাপতি পদে ফারজানা চৌধুরী ও হেমায়েত উল্লাহ, মহাসচিব পদে ইমাম শাহীন, যুগ্ম সম্পাদক পদে আবদুল খালেক মিয়া ও বিশ্বজিৎ কুমার ম-ল, অর্থ সম্পাদক হিসেবে জামাল মোহাম্মদ আবু নাসের, সাংগঠনিক সম্পাদক হিসেবে একেএম শরীফুল ইসলাম ও মোশাররফ হোসেন, দফতর সম্পাদক হিসেবে আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে পিকে রায়, ব্রিগেডিয়ার জেনারেল (অব) শফিক শামীম, জামিরুল ইসলাম, মোহাম্মদী খানম, একেএম সারোয়ার জাহান জামিল, সামছুল আলম ও এনসি রুদ্র নির্বাচিত হয়েছেন। শুল্কযুদ্ধে ক্ষতিগ্রস্ত দুই দেশই অর্থনৈতিক রিপোর্টার ॥ পরস্পরের বিরুদ্ধে শুল্ক যুদ্ধে নেমে কয়েকশ কোটি ডলার ক্ষতির মুখে দুই প্রতিদ্বন্দ্বী আমেরিকা এবং চীন। এর মধ্যে আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা প্রেসিডেন্ট শি চিনফিংয়ের সঙ্গে ফোনালাপের কথা জানিয়ে দাবি করলেন, বাণিজ্য যুদ্ধে বরফ গলছে। ‘বড়সড় অগ্রগতি’ না কি হয়েছে সমস্যা মেটানোর বিষয়ে। শনিবার টুইটারে ট্রাম্প বলেছেন, ‘শি-র সঙ্গে দীর্ঘক্ষণ ভাল কথা হলো। চুক্তির বিষয়টিও এগোচ্ছে। তা সম্পূর্ণ হলে বাণিজ্যে সুসংহত চুক্তি হবে।’
×