ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিভিও পেট্রোকেমিক্যালের উৎপাদন শুরু

প্রকাশিত: ০৩:৫২, ৩ জানুয়ারি ২০১৯

সিভিও পেট্রোকেমিক্যালের উৎপাদন শুরু

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারির মেশিনারিজ রক্ষণাবেক্ষণের কাজ শেষে মঙ্গলবার কোম্পানিটির পুনরায় উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ১৭ ডিসেম্বর সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারির উৎপাদন কার্যক্রম বন্ধ করা হয়। যা ১৫ দিন বন্ধ ছিল। তবে ডেলিভারি ও রিসিভিং ডিপার্টমেন্টের কার্যক্রম সচল ছিল। উল্লেখ্য, বুধবার লেনদেন শেষে সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ার দর দাঁড়িয়েছে ১৬৬.৩০ টাকায়। -অর্থনৈতিক রিপোর্টার সুহৃদ ইন্ডাস্ট্রিজের ক্যাটাগরি পরিবর্তন শেয়ারবাজারে তালিকাভুক্ত সুহৃদ ইন্ডাস্ট্রিজের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দেয়ায় কোম্পানিটি ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে চলে এসেছে। আগামী ৩ জানুয়ারি থেকে কোম্পানিটির কার্যক্রম ‘এ’ ক্যাটাগরিতে হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×