ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ব্রিসবেনে ক্যারোলিনা পিসকোভার শুরু দারুণ জয়ে

প্রকাশিত: ০৬:৪৬, ২ জানুয়ারি ২০১৯

ব্রিসবেনে ক্যারোলিনা পিসকোভার শুরু দারুণ জয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম সেটেই পিছিয়ে পড়েছিলেন। কিন্তু পরে টানা দুই সেটে জিতে জুলিয়া পুতিন্তসেভাকে পরাজিত করে নতুন বছর শুরু করেছেন চেক প্রজাতন্ত্রের সাবেক বিশ্বসেরা টেনিস তারকা ক্যারোলিনা পিসকোভা। ব্রিসবেন ইন্টারন্যাশনালে তিনি জয় তুলে নেন ৪-৬, ৬-৩, ৬-৪ সেটে। নতুন বছরের প্রথম ম্যাচ হিসেবে এ জয়ে দারুণ সন্তুষ্ট ২৬ বছর বয়সী এ চেক তরুণী। তিনি দাবি করেছেন, প্রথম সেটেই হেরে যাওয়ার পর তেমন কোন দুঃশ্চিন্তার মধ্যে পড়েননি তিনি। এছাড়া জয় পেয়েছেন হল্যান্ডের কিকি বার্টেন্স ও ইউক্রেনের লেসিয়া সুরেঙ্কো। তবে প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেছেন বেলজিয়ামের এলিস মার্টেন্স, ফ্রান্সের ক্রিস্টিনা মাদেনোভিচ ও বিশ্বের ১০ নম্বর খেলোয়াড় দারিয়া কাসাতকিনা। ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস আসর নতুন বছরের প্রথম প্রতিযোগিতা। এর মাধ্যমেই আবার টেনিস যজ্ঞে যোগ দিতে শুরু করেন বিশ্বের টেনিস তারকারা। পুরনো বছরের একেবারে শেষভাগে শুরু হয় ব্রিসবেনে। সেখানে শুরুটা পিসকোভার খারাপ হয়নি। প্যাট রাফটার এ্যারেনায় যদিও প্রথম সেটে ৬-৪ ব্যবধানে হেরে এবং দ্বিতীয় সেটে ২-০ গেমে পিছিয়ে থেকে ম্যাচ হারের কাছাকাছিই চলে গিয়েছিলেন। সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছেন পিসকোভা। শেষ পর্যন্ত ২ ঘণ্টা ১৫ মিনিটের তীব্র লড়াইয়ে পিসকোভা জয় তুলে নেন ৪-৬, ৬-৩, ৬-৪ সেটে। ২৬ বছর বয়সী পিসকোভা ম্যাচশেষে দাবি করেছেন প্রথম সেটে আত্মসমর্পণ করলেও কোন সময় তিনি নিজের মধ্যে কোন রকমের সমস্যা অনুভব করেননি। এ বিষয়ে পিসকোভা বলেন, ‘যদিও আমি একটি সেটে হেরে গিয়েছিলাম এবং দ্বিতীয়টিতে একটি ব্রেক পয়েন্ট দিয়েছিলাম, তারপরও অনেক ইতিবাচক ছিলাম। কারণ আমার মনে হচ্ছিল ছোটখাটো কিছু ভুল হচ্ছে আমার এবং সেটাই আমাকে পিছিয়ে দিয়েছে। কিন্তু র‌্যাকেটে আমি বলটাকে খুব ভালভাবেই পাচ্ছিলাম।’ ব্রিসবেনে পিসকোভার রেকর্ড বেশ ভাল। ২০১৭ সালে এখানে শিরোপা জিতেছিলেন এবং গত বছর খেলেছেন সেমিফাইনাল। এবারও খুব ভাল বোধ করছেন ব্রিসবেনে আসার পর থেকেই। তিনি আরও বলেন, ‘নিজেকে খুব দ্রুতগতির মনে হচ্ছে এবং এটাই আমার খেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি এতে কিছু এসেস লাভ করতে পারব আর এটাই আমি আজ করতে পেরেছি। আমি যদি আক্রমণাত্মক খেলতে পারি সেক্ষেত্রে আমার সবসময়ই সুযোগ আছে প্রচুর পয়েন্ট অর্জন করার। তাই নিশ্চিতভাবেই বলতে পারি এই কোর্টে আমি অনেক ভাল বোধ করছি।’ অস্ট্রেলিয়ার ওয়াইল্ডকার্ড কিম্বার্লি বিরেল সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছেন। তিনি বিশ্বের ১০ নম্বর কাসাতকিনাকে হারিয়ে দিয়েছেন। ৩ ঘণ্টা ৬ মিনিটের লম্বা লড়াইয়ে বিরেল জয় তুলে নেন ৫-৭, ৬-৪, ৭-৬ (৭-৩) সেটে। ২০ বছর বয়সী বিরেল এর আগে ডব্লিউটিএ ট্যুরের মূল প্রতিযোগিতায় এর আগে মাত্র একটাই ম্যাচ জিততে পেরেছিলেন। এবার তার শিকারে পরিণত হয়েছেন অনেক বড় একজন তারকাই। তিনি বলেন, ‘আমি শুধু ইতিবাচক থাকার চেষ্টা করেছি। নিজেকে বলে যাচ্ছিলাম যে লড়াই চালিয়ে যেতে হবে এবং নিজেকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাও করেই যাচ্ছিলাম।’ এবার তাকে দ্বিতীয় রাউন্ডে খেলতে হবে লেসিয়া সুরেঙ্কোর বিপক্ষে। ইউক্রেনের এ তারকা ৬-০, ৬-২ সেটে হারিয়েছেন রোমানিয়ার মিহায়েলা বুজারনেস্কুকে। বিরেলের স্বদেশী দেস্তানি আইয়াভাও দ্বিতীয় রাউন্ডে উঠে চমক দেখিয়েছেন। ফরাসী তারকা মাদেনোভিচকে তিনি ৬-৩, ৭-৬ (৭-২) সেটে পরাজিত করেন। দ্বিতীয় রাউন্ডে তিনি খেলবেন ইউএস ওপেন চ্যাম্পিয়ন জাপানী তারকা নাওমি ওসাকার বিপক্ষে। ক্রোয়েশিয়ার ডোনা ভেকিচ স্লোভাকিয়ার মাগদালেনা রাইবারিকোভাকে ৬-১, ৬-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছেন। তিনি খেলবেন বার্টেন্সের বিপক্ষে। ডাচ তরুণী বার্টেন্স ৬-২, ৬-৭ (৬-৮) ও ৬-৪ সেটে বেলজিয়ামের মার্টেন্সকে পরাজিত করেন।
×