ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অধিনায়ক ও ‘ডাক’

প্রকাশিত: ০৬:৩৯, ১ জানুয়ারি ২০১৯

অধিনায়ক ও ‘ডাক’

স্পোর্টস রিপোর্টার ॥ সেঞ্চুরিয়নে বক্সিং ডের টেস্টে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের দুই অধিনায়ক মিলে নতুন এক রেকর্ডের জন্ম দিয়েছেন। ফ্যাফ ডুপ্লেসিস ও সরফরাজ আহমেদ দুইজনই ওই টেস্টে মেরেছেন ‘জোড়া ডাক’। অর্থাৎ’ দুই ইনিংসের ০ (শূন্য) রানে আউট হয়েছেন তারা। যা টেস্ট ক্রিকেটের ১৪১ বছরের ইতিহাসে একেবারে অভিনব ঘটনা। এক টেস্টে দুই দলের অধিনায়কের দুই ইনিংসেই ০ রানে আউট হওয়ার নজির নেই আর। এই ঘটনায় টনক নড়ে ক্রিকেট বিশ্লেষকদের। রেকর্ডের খাতা খুলে বসে পড়েন তারা। আর তাতেই বেরিয়ে আসে আশ্চর্য এক পরিসংখ্যান। এক পঞ্জিকাবর্ষে টেস্ট অধিনায়কদের ‘ডাক’ মারার ঘটনা এ বছরই বেশি ঘটেছে! চলতি বছর টেস্ট অধিনায়কদের ‘ডাক’ অর্থাৎ ‘শূন্য’ রানে আউট হওয়ার ঘটনা ঘটেছে ১৯ বার। বছরটা ‘ডাক’ দিয়ে শেষ করেছেন তিন অধিনায়ক। এর মধ্যে ফ্যাফ ডুপ্লেসিস আর সরফরাজ তো মেরেছেন জোড়া ডাক। আর ভারত অধিনায়ক বিরাট কোহলিও বছরের শেষ ইনিংসে আউট হয়েছে ‘শূন্য’ রানে। পরিসংখ্যান ঘেঁটে দেখা গেছে, ২০১৮ সালে ১১ জন টেস্ট অধিনায়ক মিলে মোট ‘১৯’ বার শূন্য রানে আউট হয়েছেন। এর আগে অধিনায়কদের সর্বোচ্চ ‘ডাক’ মারার রেকর্ডটি ছিল ১৮টি। সেটি ২০০৪ সালের ঘটনা। চলতি বছর সবচেয়ে বেশি ‘শূন্য’ রানে আউট হয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডুপ্লেসিস। প্রোটিয়া এই অধিনায়ক চার ইনিংসে ‘ডাক’ নিয়ে মাঠ ছেড়েছেন। এরপরেই আছে শ্রীলঙ্কার অধিনায়ক সুরঙ্গা লাকমালের নাম। লঙ্কান অধিনায়ক চলতি বছর ৩ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি। পিছিয়ে নেই বিশ্বের অন্যতম দুর্ধর্ষ ব্যাটসম্যান কোহলিও। ভারত অধিনায়ক চলতি বছর ‘ডাক’ মেরেছেন দুইবার। তালিকায় আছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহও। বাংলাদেশের টেস্ট ও টি২০ অধিনায়ক সাকিব জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একবার ‘ডাক’ মেরেছিলেন। আর সাকিবের অনুপস্থিতিতে দলের দায়িত্ব নেয়া মাহমুদউল্লাহ সিলেটে জিম্বাবুইয়ের বিপক্ষে শূন্য রানে আউট হয়ে এ খাতায় নাম লেখান।
×