ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘স্যার’ উপাধি পেলেন এ্যালিস্টার কুক

প্রকাশিত: ০৬:৫৭, ৩০ ডিসেম্বর ২০১৮

‘স্যার’ উপাধি পেলেন এ্যালিস্টার কুক

স্পোর্টস রিপোর্টার ॥ গত সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে হোম সিরিজ শেষে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি টেস্ট ক্রিকেটার এ্যালিস্টার কুক। কিন্তু ক্রিকেট দুনিয়া ভুলে যায়নি এই ব্যাটিং শিল্পীকে। আসলে ভুলে যাওয়া সম্ভবও নয়। ওপেন করতে নেমে বাইশ গজে ব্যাট হাতে যেভাবে তিনি বোলারদের ওপর কর্তৃত্ব দেখাতেন তা ছিল সত্যিই অসাধারণ। নাইটহুড সম্মান পেয়ে ‘স্যার’ হলেন কুক। ইংল্যান্ডের হয়ে ১৬১ টেস্টে এ্যালিস্টার কুকের নামের পাশে জ্বলজ্বল করছে ১২,৪৭২ রান। টেস্ট ক্রিকেটে যা ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। সেঞ্চুরি করেছেন ৩৩টি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার মাস তিনেক পর সেই কুক ভূষিত হলেন নতুন সম্মানে। রানী এলিজাবেথের হাত থেকে নাইটহুড উপাধি পেলেন ৩৪ বছর বয়সী তারকা। ২০০৭ সালে ইয়ান বোথামের পর কুকই প্রথম ক্রিকেটার যিনি এই রাজকীয় সম্মান পেলেন। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সভাপতি টম গ্রেভনি এক বার্তায় বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর মাঠে ও মাঠের বাইরে যেভাবে কুক সামনে থেকে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন; তা অতুলনীয়। যোগ্যতম ব্যক্তি হিসেবেই তাকে এই সম্মান প্রদান করা হয়েছে।’ পাকিস্তান কোচের শাস্তি স্পোর্টস রিপোর্টার ॥ আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করায় বিপাকে পড়ে গেছেন পাকিস্তানের দক্ষিণ আফ্রিকান কোচ মিকি আর্থার। তাকে বেশ কড়া ভাষায় সতর্ক করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। শুধু এটুকুই নয়; শাস্তি পেতে হয়েছে আর্থারকে। তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডি-মেরিট পয়েন্ট। সেঞ্চুরিয়নে লজ্জাজনকভাবে হেরে যাওয়া সিরিজের প্রথম টেস্টে একটি সিদ্ধান্তের প্রতিবাদে রীতিমতো থার্ড আম্পায়ারের রুমে গিয়ে হাজির হয়েছিলেন আর্থার।
×