ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

চিরায়ত নবান্ন উৎসবের মতোই নির্বাচনী উৎসব ॥ নাসিম

প্রকাশিত: ০৬:০২, ৩০ ডিসেম্বর ২০১৮

চিরায়ত নবান্ন উৎসবের মতোই নির্বাচনী উৎসব ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশ এখন নির্বাচনী জোয়ারে ভাসছে। গ্রাম-গঞ্জে নির্বাচনী উৎসব শুরু হয়েছে। বাংলার চিরায়ত নবান্ন উৎসবের মতোই নির্বাচনী উৎসব এবং নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। বাংলার মানুষ বিশ্বাস করে শেখ হাসিনা ছাড়া কোন বিকল্প নেই। গত ১০ বছরে দেশের যে উন্নয়ন হয়েছে তা শুধু এ দেশের মানুষ নয়, বিশ্ববাসীও স্বীকার করেছে। দেশ অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে গেছে, মহাকাশ বিজয় হয়েছে, সমুদ্র সীমানা অর্জন হয়েছে। এসব সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে। তাই উন্নয়নের নেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩০ ডিসেম্বর বিজয়ের মাসের নির্বাচনী নৌকায় চড়ে সংসদে যাবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। মোহাম্মদ নাসিম শনিবার দুপুরে তার নির্বাচনী এলাকা কাজিপুরে নির্মিত ৫শ’ আসন বিশিষ্ট শহীদ এম মনসুর আলী অডিটরিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন। জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর স্মৃতিধন্য কাজিপুরে শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক নানা কারুকাজের স্থাপত্যশৈলীর এই অডিটরিয়ামের মূলভবন নির্মাণে ব্যয় করা হয়েছে প্রায় সাত কোটি টাকা। বাউন্ডারি ওয়াল সংযোগ সড়কসহ আনুসঙ্গিক কাজ মিলিয়ে এর নির্মাণ ব্যয় প্রায় ৯ কোটি টাকা। এ সময় তার সঙ্গে ছিলেন বিশিষ্ট শিল্পপতি স্টান্ডার্ড গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিক কাজিপুরের ভোটার ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, আওয়ামী লীগ নেতা গোলাম হায়দার খোকাসহ স্থানীয় ব্যক্তিবর্গ। হামলা মামলা কারণে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থীরা মাঠে নামতে পারছেন না এমন অভিযোগের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি নেতৃত্বাধীন জোটের এমন অভিযোগ ভিত্তিহীন। জনগণ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে আছে। প্রায় এক মাস যাবত নির্বাচনী প্রচার শুরু হয়েছে। কিন্তু কোথাও বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। সরকারের দৃঢ় পদক্ষেপ ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে। দেশজুড়ে নির্বাচনে বিচ্ছিন্ন ছোট-খাটো দু-চারটি ঘটনা ঘটতে পারে তা স্বীকার করে মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচনে তারা প্রচারে না নেমে, পোস্টার লিফলেট বিতরণ না করে ঘরে বসে অসত্য অভিযোগ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পাঁয়তারা করছে। তিনি এও বলেছেন ৩০ ডিসেম্বরের নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোটারের উপস্থিতি হবে এবং নিরাপদ, নির্বিঘ্নে মানুষ ভোট উৎসবে যোগ দেবে।
×