ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ড্রাগন ফল চাষে সফলতা

প্রকাশিত: ০৪:২২, ৩০ ডিসেম্বর ২০১৮

ড্রাগন ফল চাষে সফলতা

অর্থনৈতিক রিপোর্টার ॥ গেল কয়েকবছর যাবত ড্রাগন ফল চাষের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দেশের কৃষি বিভাগ। এর ধারাবাহিকতায় সম্প্রতি সফলতা এসেছে নরসিংদীতে। স্থানীয় উদ্যোক্তাদের প্রচেষ্টায় এ ফল চাষ এখন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। ফলন ভাল হওয়ায় লাভের আশা করছেন কৃষকরা। মেক্সিকান ফল ড্রাগন। গত কয়েক বছর ধরে দেশে বাণিজ্যিকভাবে এই ফল উৎপাদনের চেষ্টা করছে কৃষি বিভাগ। সে প্রচেষ্টার সফলতা এসেছে নরসিংদীতে। শিবপুরে প্রায় ৮ বিঘা জমি নিয়ে ড্রাগনের বাগান করেন স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম। লাগানো হয়েছে প্রায় তিন হাজার চারা গাছ। ক্যাকটাস প্রজাতির এই গাছে ফল আসতে সময় লাগে প্রায় ২ বছর। ভাল ফলন হলে বছরে প্রায় ২ কোটি টাকা আয়ের আশা করছেন এই উদ্যোক্তা। ২০১৭ সালে বাগানটি গড়ে তুলতে ব্যয় হয় প্রায় ৭০ লাখ টাকা। এই অঞ্চলের মাটি ফল চাষের উপযোগী হওয়ায় এবং প্রতিটি গাছ দীর্ঘসময় ফল দিতে সক্ষম হওয়ায় ড্রাগন ফল চাষে আগ্রহ বাড়ছে স্থানীয় চাষীদের। কৃষি বিভাগ বলছে, ফল বিক্রি করে প্রতি গাছ থেকে বছরে গড়ে ২৫ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব। ড্রাগনের প্রতিটি গাছ থেকে টানা ২৫ বছর পর্যন্ত ফল পাওয়া যায়।
×