ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হ্যাজার্ডকে নিয়ে চেলসির ভয়

প্রকাশিত: ০৭:০৯, ২৭ ডিসেম্বর ২০১৮

হ্যাজার্ডকে নিয়ে চেলসির ভয়

স্পোর্টস রিপোর্টার ॥ আর কয়েকটা দিন পরই শুরু হবে জানুয়ারির ট্রান্সফার উইন্ডো। তার আগেই ভয় ধরে গেছে চেলসির। দলের সেরা তারকা এডেন হ্যাজার্ডকে কিনে নিচ্ছে রিয়াল মাদ্রিদ। চেলসির বেলজিয়ান তারকার ব্যাপারে এখনও নিশ্চিত কিছুই জানা যায়নি। তবে ক্রিস্টিয়ানো রোনাল্ডো জুভেন্টাসে নতুন করে ঠিকানা গড়ার পর থেকেই হ্যাজার্ডের ওপর চোখ রাখছে রিয়াল মাদ্রিদ। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের ভিত্তিতে জানা যায়, সবকিছু ঠিক থাকলে এই জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতেই চেলসি থেকে হ্যাজার্ডকে নিজেদের দলে ভেড়াবে স্প্যানিশ জায়ান্টরা। এদিকে আসন্ন জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে লস ব্ল্যাঙ্কোসরা চোখ রাখছে লিঁওর ফরাসী প্লে-মেকার নাবিল ফেকিরের ওপরও। স্প্যানিশ দৈনিক ‘মার্কা’ বলছে, ১৩ বার উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জয়ী রিয়াল মাদ্রিদ ইতোমধ্যেই নাবিল ফেকিরকে প্রস্তাব দিয়েছে। মূলত সিআর সেভেনকে হারানোর পর থেকে আক্রমণভাগকে শক্তিশালী করার জন্য নতুন খেলোয়াড় কিনতে মরিয়া হয়ে ওঠে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপে, নেইমারদের বার্নাব্যুতে নেয়ার জন্য সব ধরনের চেষ্টাই চালাচ্ছেন তারা। কিন্তু এখন পর্যন্ত সাফল্যের মুখ দেখেনি রিয়াল মাদ্রিদ। যে কারণেই এবার চোখ পড়েছে নাবিল ফেকিরের ওপর। লিঁওর তরুণ এই ফ্রেঞ্চ ফুটবলার সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফর্মেন্স উপহার দিয়ে আলোচনার তুঙ্গে। নতুন মৌসুম শুরুর আগে তাকে কেনার জন্য মরিয়া ছিল ইউরোপের শীর্ষ সারির বেশ কয়েকটি ক্লাব। যাদের মধ্যে রিয়াল মাদ্রিদ ছাড়াও তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনা, চেলসি এমনকি লিভারপুলের মতো ক্লাবের নামও রয়েছে। লিঁওর সঙ্গে ২০২০ সালেই নাবিল ফেকিরের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। এরপর ফ্রেঞ্চ লীগ ওয়ানে থাকার ইচ্ছে নেই তরণ প্রতিভাবান এই প্লে-মেকারের। এ জন্য জানুয়ারির শুরতেই লিঁওর কর্তৃপক্ষও চায় নাবিল ফেকিরকে বিক্রি করে মোটা অঙ্কের টাকা পেতে।
×