ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছয় মাসের জন্য পিএসজি ছাড়ছেন লাইবেরিয়ার রাষ্ট্রপতি জর্জ উইয়েহর ছেলে টিমোথি উইয়েহ

নেইমারকে বার্সিলোনায় ফেরাতে প্রার্থনা!

প্রকাশিত: ০৭:০৫, ২৭ ডিসেম্বর ২০১৮

নেইমারকে বার্সিলোনায় ফেরাতে প্রার্থনা!

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ পরাশক্তি বার্সিলোনা ছেড়ে আসার পর নেইমারের ফের ন্যুকাম্পে ফেরার গুঞ্জন আছে। এ নিয়ে প্রতিনিয়ত নিত্যনতুন কথা চাউর হয়ে থাকে। এবার নেইমারের ব্রাজিলিয়ান সতীর্থ মিডফিল্ডার আর্থার রীতিমতো প্রার্থনা করেছেন, যেন ফের কাতালান শিবিরে ফিরে আসেন সময়ের অন্যতম সেরা তারকা নেইমার। এবারের মৌসুমের শুরুতে গ্রেমিও থেকে বার্সিলোনায় যোগ দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার। কাতালান শিবিরে আসার পর থেকেই ক্যাম্প ন্যুতে নেইমারের ফেরার ব্যাপারে আশাবাদী ছিলেন আর্থার। তার দৃঢ় বিশ্বাস ফরাসী পরাশক্তি প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ছেড়ে ঠিকই ফের বার্সায় ফিরবেন নেইমার। সাক্ষাতকারে আর্থার বলেন, ব্যক্তিগতভাবে আমি নেইমারের ফিরে আসার প্রার্থনা করেছি। কারণ সে একজন তারকা, এতে কোন সন্দেহ নেই। আমি সবসময়ই বিশ্বাস করি একটি দল যত ভাল খেলোয়াড় দলভুক্ত করবে ততই তারা ভাল হবে। ব্যক্তিগতভাবে তাকে ফিরিয়ে আনার ব্যাপারে আমি অনেক কাজ করেছি। কিন্তু তার নিজস্ব একটি জীবন আছে। সে জানে তাকে কি করতে হবে। আমি জানি না তার সঙ্গে আলোচনাগুলো কতটা গাঢ় ছিল। তিনি আরও বলেন, নেইমারের হাতে আদৌ ফিরে আসার কোন উপায় ছিল কিনা। কিন্তু সে আমার ব্যক্তিগত ও পেশাদার জীবনের ঘনিষ্ঠ বন্ধু। আমি তার সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই। তারপরও সে ফিরে আসলে আমি খুশি হব। চলমান ২০১৮-১৯ মৌসুমে ১২টি লীগ ওয়ানের ম্যাচে নেইমার ১১ গোল করেছেন। তার সহযোগিতায় পিএসজি বর্তমানে ১৩ পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে লীগ টেবিলের শীর্ষে অবস্থান করে শিরোপা পুনরুদ্ধারের পথে আছে। এদিকে আগামী ছয় মাসের জন্য ধারে খেলতে পিএসজি ছেড়ে অন্য ক্লাবে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের তারকা ফরোয়ার্ড টিমোথি উইয়েহ। ১৮ বছর বয়সী তরুণ এই ফরোয়ার্ড বড়দিনে এ তথ্য নিজেই জানিয়েছেন। তবে তিনি কোথায় যাচ্ছেন সে ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের উদ্ধৃতিতে বলা হয়েছে, স্কটিশ জায়ান্ট সেল্টিকে যাচ্ছেন উইয়েহ। সাবেক সেল্টিক ডিফেন্ডার কোলো টোরের অনুপ্রেরণায় প্রিমিয়ার লীগের কোন ক্লাবে না গিয়ে স্কটল্যান্ডে উইয়েহ খেলতে যাচ্ছেন বলে জানা গেছে। এ বিষয়ে উইয়েহ সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে লিখেছেন, এ ব্যপারে আমি পরিবারের প্রত্যেকের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিব। তবে এবারের শীতে ধারে আমি অন্য ক্লাবে খেলতে যাচ্ছি এটা নিশ্চিত। তিনি আরও বলেন, প্রথমত আমি সমর্থকদের তাদের নিয়মিত সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই। একই সঙ্গে কোচিং স্টাফ ও সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। তাদের কারণেই আমার কাছে পিএসজিকে সবসময় নিজের পরিবারই মনে হয়েছে। গত কয়েক মাসে আমি খুব একটা ম্যাচ খেলার সুযোগ না পেলেও দিনগুলো দারুণ কেটেছে। মৌসুমের শুরুতে আমি যে ধরনের সুযোগ পেয়েছি সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। এ কারণেই শীত মৌসুমে আমার জন্য দরজা উন্মুক্ত হয়েছে। পিএসজিকে আমি ভালবাসি, আমি জানি এবারও শিরোপা আমাদের কাছেই আসবে। সৃষ্টিকর্তা তোমাদের সকলের সঙ্গেই আছে। এখানকার সমর্থকদের দারুণভাবে মিস করব। আশা করছি ছয় মাস পর আবাও ফিরে আসতে পারব। পার্ক দ্য প্রিন্সেসে ফেরার ব্যাপারে আমি আশাবাদী। গত আগস্টে পিএসজির হয়ে দারুণ পারফর্ম করেছিলেন উইয়েহ। মোনাকোর বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে ট্রফি দ্য চ্যাম্পিয়ন্স সুপার কাপ ও লীগ ওয়ানে কায়েনের বিপক্ষে প্রথম ম্যাচে তিনি গোল করেন। গুইনগাম্পের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও তিনি মূল একাদশে ছিলেন। দারুণ খেলার পরও এরপর থেকে তাকে বদলি বেঞ্চে চলে যেতে হয়। চলতি বছর যুক্তরাষ্ট্র জাতীয় দলের জার্সি গায়ে উইয়েহ আটটি প্রীতি ম্যাচে খেলেছেন। মার্চে প্যারাগুয়ের বিপক্ষে তার আন্তর্জাতিক অভিষেক হয়। মে মাসে বলিভিয়ার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোল পান। সেল্টিকে যোগ দিলে আগামী ১৯ জানুয়ারি এয়ারড্রিয়েনিয়ান্সের বিপক্ষে স্কটিশ কাপে অভিষেক হবে প্রতিশ্রুতিশীল এই ফরোয়ার্ডের। উল্লেখ্য, নিউইয়র্কে জন্ম নেয়া উইয়াহ চার বছর আগে ফ্রান্সে পাড়ি জমান। তার বাবা জর্জ উইয়েহ ১৯৯৫ সালে ব্যালন ডি’অর জয় করেছিলেন। বর্তমানে তিনি লাইবেরিয়ার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
×