ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জেএমআই সিরিঞ্জের সাধারণ সভায় নামমাত্র বিনিয়োগকারীর উপস্থিতি

প্রকাশিত: ০৪:১১, ২৬ ডিসেম্বর ২০১৮

জেএমআই সিরিঞ্জের সাধারণ সভায় নামমাত্র বিনিয়োগকারীর উপস্থিতি

অর্থনৈতিক রিপোর্টার ॥ জেএমআই সিরিঞ্জ এ্যান্ড মেডিক্যাল ডিভাইসেসের ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে মাত্র ৪জন সাধারণ শেয়ারহোল্ডারের উপস্থিতিতে। যেটাকে সাধারণ শেয়ারহোল্ডারবিহীন এজিএম বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। সোমবার রাজধানীর স্কাই সিটি হোটেলে কোম্পানিটির এজিএমে এ দৃশ্য দেখা গেছে। এদিন এজিএমে কোম্পানির পরিচালক কর্মকর্তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে ছিল না সাধারণ শেয়ারহোল্ডাররা। এজিএমে জেএমআই সিরিঞ্জের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশে প্রথমবারের মতো সাফল্যের সঙ্গে কোম্পানির নতুন চারটি পণ্য উৎপাদন শুরু করা হয়েছে। যেসব পণ্য খুব চাহিদার সঙ্গে বিক্রয় এবং রফতানি হচ্ছে। নতুন এ পণ্যগুলো হচ্ছে জেএমআই ০.১ এমএল সটেন্ট সিরিঞ্জ, ৬০.এমএম জেএমআই সিরিঞ্জ, ২৪.নিউ নেটাল টেবনাব এবং জেএমআই লেট ব্যাট। জেএমআই সিরিঞ্জ আইএসও, সিই মার্কেটিং ইউকেএএস, ইউএল, আইএএফ সার্টিফিকেট অর্জনকারী প্রতিষ্ঠান বলে জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক। যে কোম্পানির ২০১৭-১৮ অর্থবছরে মোট বিক্রয় হয়েছে ১৫৭.৮৯ কোটি টাকার। যা গত বছর থেকে ৮.২৫ কোটি টাকা বেশি হয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জাবেদ ইকবাল বলেন, আগামী বছরগুলোর জন্য আরও বড় লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। জেএমআই সিরিঞ্জ শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকে এই পর্যন্ত মোট ২১.৬৪ কোটি টাকা লভ্যাংশ হিসেবে শেয়ারহোল্ডারদের প্রদান করা হয়েছে বলে তিনি যোগ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির স্বতন্ত্র পরিচালক হেমায়েত হোসাইন, আব্দুল হক, পরিচালক জাফর চৌধুরী, কোম্পানি সচিব তারেক হোসাইন খানসহ আরও অনেকে।
×