ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১০ কোটি টাকা বিনিয়োগের সুফল পাচ্ছে না জিকিউ বলপেন

প্রকাশিত: ০৪:১১, ২৬ ডিসেম্বর ২০১৮

১০ কোটি টাকা বিনিয়োগের সুফল পাচ্ছে না জিকিউ বলপেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত জিকিউ বলপেন থেকে প্রাইভেট কোম্পানিতে প্রায় ১০ কোটি টাকা বিনিয়োগ করা হলেও সেখান থেকে কোন সুফল আসছে না। যা নিয়ে কোম্পানিটির ২০১৭-১৮ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় আপত্তিকর মন্তব্য (কোয়ালিফাইড অপিনিয়ন) করেছেন নিরীক্ষক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জিকিউ বলপেন থেকে কয়েক বছর আগে একটি প্রাইভেট কোম্পানিতে ৯ কোটি ৫৬ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে। কিন্তু প্রতিবছরই আর্থিক হিসাবে শুধুমাত্র বিনিয়োগ হিসাবে ওই অর্থকেই দেখানো হচ্ছে। অর্থাৎ ওই বিনিয়োগ থেকে কোন সুফল আসছে না। যা নিয়ে নিরীক্ষক আপত্তি জানিয়েছেন। এদিকে ২০১৭-১৮ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমার কারণ হিসাবে অগ্নিকাণ্ডে ক্ষতি এবং অন্যান্য আয় হ্রাস পাওয়াকে উল্লেখ করেছেন জিকিউ বলপেন কর্তৃপক্ষ। কোম্পানির ওই সময় অগ্নিকাণ্ডে ২ কোটি ১৬ লাখ টাকা ক্ষতি এবং ৪ কোটি ১ লাখ টাকার অন্যান্য আয় হ্রাস পেয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার জিকিউ বলপেনের শেয়ার দর দাঁড়িয়েছে ৭৬.৯০ টাকায়।
×