ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বছরজুড়ে বিদেশী বিনিয়োগে ভাটা

প্রকাশিত: ০৪:০৮, ২৬ ডিসেম্বর ২০১৮

বছরজুড়ে বিদেশী বিনিয়োগে ভাটা

অর্থনৈতিক রিপোর্টার ॥ নির্বাচনী বছরে পুঁজির নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন বিদেশীরা। নির্বাচন পরবর্তী পুঁজিবাজার পরিস্থিতি কেমন হবে তা নিয়ে দোলাচলে রয়েছেন তারা। যে কারণে তারা পুঁজিবাজার থেকে অর্থ তুলে নিচ্ছে। এর জের ধরে চলতি বছরের প্রথম ১১ মাসে বিদেশীদের নিট বিনিয়োগ কমে গেছে প্রায় ৫০০ কোটি টাকা। ডিএসই সূত্রে জানা যায, এ বছর অব্যাহতভাবে কমছে দেশের পুঁজিবাজারে বিদেশীদের বিনিয়োগ। চলতি বছরের ১১ মাসের মধ্যে আট মাসেই নিট বিনিয়োগ কমেছে তাদের। এই সময়ে শেয়ার ক্রয় করার চেয়ে বিক্রয় করতে আগ্রহী ছিল তারা। সর্বশেষ নবেম্বরেও পুঁজিবাজারে তাদের শেয়ার বিক্রি বেড়েছে। এদিকে চলতি বছর বিদেশীদের শেয়ার বিক্রির পরিমাণ বেড়ে যাওয়ায় তাদের নিট বিনিয়োগ নেমে দাঁড়িয়েছে ১ হাজার ২১২ কোটি টাকায়। ২০১৭ সাল শেষে বিদেশীদের নিট বিনিয়োগের পরিমাণ ছিল ১ হাজার ৭০৫ কোটি টাকা। অথাৎ এই সময়ের মধ্যে নিট বিনিয়োগ কমেছে ৪৯৩ কোটি টাকা। সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে নবেম্বর পর্যন্ত সময়ে ৪ হাজার ২৮৪ কোটি টাকার শেয়ার ক্রয় করেছেন বিদেশীরা। বিপরীতে ৪ হাজার ৭৪১ কোটি টাকার শেয়ার বিক্রি করেন। এতে এ সময়ে নিট ৪৯৩ কোটি টাকার বিনিয়োগ তুলে নিয়েছন তারা। বিষয়টি নিয়ে কথা বললে তারা জানান, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কিছুটা শঙ্কিত রয়েছেন বিদেশী বিনিয়োগকারীরা। নির্বাচনের পর দেশের সার্বিক পরিস্থিতি কেমন হবে সেই শঙ্কায় তারা শেয়ার বিক্রি করে অর্থ নিরাপদে রাখছেন। অন্যদিকে বছর জুড়ে শেয়ার ও ইউনিটের দর পতনেও এর জন্য দায়ী বলে মনে করেন তারা। সংশ্লিষ্টদের মতে, বিদেশী বিনিয়োগকারীরা বিনিয়োগের বিষয়ে অনেক বেশি সচেতন। তারা কোন কোম্পানিতে বিনিয়োগ করার আগে ওই কোম্পানি সম্পর্কে ভাল করে খোঁজ খবর নিয়ে নেন। এই ক্ষেত্রে তারা দেশের রাজনীতিক পরিস্থিতির দিকে নজর রাখেন। চলতি বছরে বিদেশী বিনিয়োগ কমে যাওয়ার এটি একটি উল্লেখযোগ্য কারণ। এ প্রসঙ্গে অর্থনীতিবিদ ও পুঁজিবাজার বিশেষক আবু আহমেদ বলেন, নির্বাচন একটা বড় ইস্যু। সব সময়ই এ ধরনের ইস্যুতে দেশী-বিদেশী সব শ্রেণীর বিনিয়োগকারীরা সর্তক থাকেন। তারা অর্থ নিরাপদে রাখতে পছন্দ করেন। যে কারণে তারা ক্রয় করার চেয়ে বিক্রয় বেশি করেছেন। ফলে নিট বিনিয়োগ কমে গেছে। এছাড়া বিদেশীরা বিনিয়োগ করার সময় ভাল মানের কোম্পানি খোঁজেন। আমাদের পুঁজিবাজারে ভালমানের কোম্পানির সংখ্যা সীমিত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গত নবেম্বরে বিদেশীরা ৩২৩ কোটি ৮৪ লাখ কোটি টাকার শেয়ার ক্রয় করেছেন। বিপরীতে ৩৪৬ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার বিক্রি করেছেন তারা। নিট বিনিয়োগ প্রত্যাহারের পরিমাণ ছিল ২২ কোটি ৪৯ লাখ টাকা। এর আগে অক্টোবরে ২০১ কোটি টাকার বিনিয়োগ তুলে নেয় বিদেশীরা। জানা যায়, ব্যাংক খাত ছাড়াও বড় বড় কোম্পানির শেয়ার বিক্রির প্রভাব পড়েছে বিনিয়োগে। এসব কোম্পানির মধ্যে গ্রামীণফোন. বাটা সু, ইসলামী ব্যাংক, বিএসআরএম লিমিটেড, ব্র্যাক ব্যাংক, বার্জারের মতো শক্ত মৌলভিত্তির কোম্পানি থেকে বিদেশী বিনিয়োগকারীদের বেরিয়ে যেতে দেখা গেছে। অর্থাৎ বিদেশীদের শেয়ার বিক্রি বেড়ে যাওয়ার নেতিবাচক প্রভাব পড়ছে পুঁজিবাজারে।
×