ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক মনছুরা খাতুন

প্রকাশিত: ০৬:৩৪, ২৫ ডিসেম্বর ২০১৮

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক মনছুরা খাতুন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর মহাব্যবস্থাপক মনছুরা খাতুন নির্বাহী পরিচালক (পরিসংখ্যান) হিসেবে পদোন্নতি পেয়েছেন। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন এ্যান্ড পাবলিকেশন্সের মহাব্যবস্থাপক জিএম আবুল কালাম আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মনছুরা খাতুন ১৯৮৪ সালে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগে সহকারী পরিসংখ্যান কর্মকর্তা হিসেবে যোগদান করেন। পর্যায়ক্রমে তিনি ব্যালেন্স অব পেমেন্ট, মনিটারি এ্যান্ড ফিন্যান্সিয়াল স্ট্যাটিসটিকস এবং ব্যাংকিং স্ট্যাটিসটিকস উপ-বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি মহাব্যবস্থাপক হিসেবে ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর দায়িত্ব গ্রহণ করেন এবং ব্যুরোর আধুনিকায়নে বিশেষ অবদান রাখেন।
×