ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভালভাবে ঘুরে দাঁড়াতে চায় আজ বাংলাদেশ

প্রকাশিত: ০৭:১০, ২০ ডিসেম্বর ২০১৮

ভালভাবে ঘুরে দাঁড়াতে চায় আজ বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ সিরিজের প্রথম টি২০ ম্যাচে কোন প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই হেরে গেছে বাংলাদেশ। সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ ৩ ম্যাচের সিরিজ বাঁচানোর লড়াই মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। একটি টেস্ট ও দু’টি ওয়ানডে ম্যাচের পর কয়েকদিন বিরতি দিয়ে আবার ‘হোম অব ক্রিকেটে’ খেলা। সে কারণে টি২০ ফরমেটের জন্য উপযুক্ত উইকেট গড়ে তোলার যথেষ্ট সময় পাওয়া গেছে। সে কারণে উইকেটের আচরণ আগের মতোই থাকবে না বলেই মনে করছেন টপঅর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার। তিনি প্রত্যয় জানিয়েছেন আজ দ্বিতীয় ম্যাচে বেশ ভালভাবেই ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী দলের সবাই। গত আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরেও প্রথম টি২০ হেরেও টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ দল। তাই এবার প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে আগের মতোই ঘুরে দাঁড়াতে চান সৌম্য। তবে সেজন্য তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন শুরুর দিকে দ্রুত উইকেট না হারানোর ব্যাপারে। ব্যাটসম্যানরা ভাল একটি রান করতে পারলে বোলাররাও লড়াইয়ের পুঁজি পেয়ে ভাল করতে পারবে বলেই বিশ্বাস তার। বুধবার বিকেলে দলের অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সৌম্য। টেস্ট সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করার পর ওয়ানডে সিরিজেও ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। তাই সবার প্রত্যাশা ছিল টি২০ সিরিজের শুরুতেই সফরকারীদের বিরুদ্ধে জয় তুলে নিতে পারবে দল। কিন্তু ঘটেছে উল্টোটি। এখন তাই সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জে পড়েছে স্বাগতিকরা। এ বিষয়ে সৌম্য বলেন, ‘অবশ্যই চ্যালেঞ্জ সবসময় নেয়ার জন্য প্রস্তুত। একটা ম্যাচ পিছিয়ে আছি আমরা, চেষ্টা করব বেশ ভালভাবে ঘুরে দাঁড়ানোর জন্য। শেষ সিরিজেও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমরা প্রথম ম্যাচ হেরেছিলাম, পরের দুই ম্যাচে আমরা ভালভাবে কামব্যাক করেছি। এবার প্রথম ম্যাচে যে ভুলগুলো করেছি, যেমন শুরুতে কিছু উইকেট পড়েছে, ওইটা যেন পরবর্তী ম্যাচে না হয়, তাহলে ভাল কিছুই হবে।’ শর্ট অব লেন্থের বলে আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে গিয়েই ঘটেছে বিপত্তি। প্রথম ম্যাচে করা টপঅর্ডারদের সেই ভুলগুলোর বিষয়টি মাথায় রেখে সৌম্য বলেন, ‘আমরা জোরে করা বল আরও জোরে মারতে গিয়ে আউট হয়েছি। আমরা যদি চালাকি করে বুদ্ধি খাটিয়ে জায়গামতো বল খেলার চেষ্টা করতাম, টাইমিং করে খেলতাম তাহলে ভাল হতো।’ এরপরও টেস্ট এবং ওয়ানডেতে দারুণ দলীয় নৈপুণ্য দেখিয়ে টি২০ ম্যাচে এসে এমন ভরাডুবিতে বেশ আলোচনা হচ্ছে। এ বিষয়ে সৌম্য বলেন, ‘সবাই তো জানি ওরা বিশ্বচ্যাম্পিয়ন দল এই ফরমেটে। আমরাও যে খারাপ করছি তা না। চেষ্টা তো করছি তাদের সঙোহ তাল মিলিয়ে চলার। হয়তোবা কোন একটা ভুল ছিল। কোন বুদ্ধির ঘাটতি ছিল হয়তো। উইকেট ছিল না বিধায় উইকেট দ্রুত পড়ে যাওয়ায় মাঝখানে একটু ধীরে খেলতে হয়েছে। ওইটাই পরবর্তী ম্যাচে চেষ্টা করা হবে। প্রথমদিকে আমরা যারা আছি তারা যদি পাওয়ার প্লে’টা সুন্দরভাবে সদ্ব্যবহার করতে পারি, উইকেটটা হাতে রাখতে পারি, শেষের দিকে ওইটা ভাল হবে।’ প্রথম টি২০ ম্যাচে ব্যাটসম্যানদের ভুলেই ৮ উইকেটের বড় পরাজয় মানতে হয়েছে তা জাতীয় দলের ব্যাটিং উপদেষ্টা নিল ম্যাকেঞ্জিও বলেছেন। ম্যাকেঞ্জির কাছে আসলে পুরো বিষয়টি মনে হয়েছে ক্রিকেটাররা অতিমাত্রায় আত্মবিশ্বাসী ছিল। তবে সৌম্য এ ব্যাপারে দ্বিমত জানালেন, ‘না ওইরকম কিছু দেখি নাই। আত্মবিশ্বাসী, তবে অধিক আত্মবিশ্বাসী এমন কাউকে দেখিনি।’ সৌম্য দাবি করলেন আগের চেয়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা শর্ট অব লেন্থের বল অনেক ভাল খেলে। আর টি২০ ক্রিকেটে আক্রমণাত্মক মনোভাব নিয়েই খেলতে হবে বলে মনে করেন তিনি। সৌম্য বলেন, ‘আমরা অনেক উন্নতি করেছি। গত কয়েক ম্যাচে আমরা শর্ট বলে তেমন আউট হইনি। আর আমাদের যে কন্ডিশনে খেলা হয় সেখানে বেশিরভাগ স্পিন খেলি, এখানে হঠাৎ যখন আপনি একজন দ্রুতগামী বোলারকে খেলবেন প্রাথমিক পর্যায়ে একটু সমস্যা হয়। কিন্তু ওটা আমাদের মানিয়ে নিতে হবে। আর টি২০ ক্রিকেটে আক্রমণাত্মক মেজাজেই খেলতে হবে, নাহলে স্কোরিংয়ের গতি কমে যাবে।’ সৌম্য বললেও মিরপুরে টি২০ উইকেট নিয়ে বেশ আলোচনা হচ্ছে শেষ দুটি ম্যাচের আগে। কারণ টেস্ট এবং ওয়ানডেতে বেশ ধীরগতির উইকেট ছিল যা টি২০ ক্রিকেটের বিবেচনায় আদর্শ নয়। সেখানে গতিময় বোলারদের বিরুদ্ধে আক্রমণাত্মক মনোভাব কতটা কার্যকর হবে? এ বিষয়ে সৌম্যের দাবি, ‘না এই মাঠ তো বিরতি পেয়েছে। ঐ একই মাঠে খেলা হলে হয়তো গ্রাউন্ডসম্যানরা সময় কম পেত। এখানে তো সময় পেয়েছে উইকেট তৈরি করার জন্য। আমার কাছে মনে হয় না উইকেট নিয়ে সমস্যা হবে।’ গত দু’দিনে দেশে বেড়েছে শীতের প্রকোপ। এতে করে কন্ডিশন বদলে গেছে অনেকখানি। প্রথম টি২০ ম্যাচে ক্যারিবীয় পেসাররা দাপট দেখিয়েছেন। ঠা-া আবহাওয়া পেসারদের জন্য অনেকটাই সহায়ক আচরণ করবে। তাই আরেকবার বাংলাদেশী ব্যাটসম্যানদের জন্য অগ্নিপরীক্ষা অপেক্ষা করছে। সৌম্য বলেন, ‘এমন আবহাওয়ায় পেস বোলাররা একটু বেশি সুবিধায় থাকে। আমাদের ওইভাবে সামাল দেয়ার চেষ্টা করতে হবে। আমাদের প্রথম দিকের কিছু ওভার দেখতে হবে। আবার টি২০ হিসেবেও খেলতে হবে। একই আবহাওয়ায় আমাদের অনুশীলনে (বুধবার) মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে কালকের (আজকের) জন্য।’
×