ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বাগতিক পাকিস্তানকে বিধ্বস্ত করে সেমিতে বাংলাদেশ

প্রকাশিত: ০৬:৫৮, ১০ ডিসেম্বর ২০১৮

 স্বাগতিক পাকিস্তানকে বিধ্বস্ত করে সেমিতে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়া টিমস ইমার্জিং কাপ আসরে হিসেবে মারপ্যাঁচে পড়ে বেশ চাপে ছিল বাংলাদেশ অনুর্ধ-২৩ ক্রিকেট দল। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে শুধু স্বাগতিক পাকিস্তানকে হারালেই চলবে না, অপর ম্যাচে আরব আমিরাতকে হারতে হতো হংকংয়ের কাছে। আর আমিরাত জিতলে বাংলাদেশকে বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে নেট রানরেটে এগিয়ে যেতে হতো। তবে ভাগ্যের আশীর্বাদ ছিল রবিবার, আমিরাত-হংকং ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আর করাচীতে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য দেখিয়ে ৫ উইকেটে ৩০৯ রান তুলে ৮৪ রানের বড় ব্যবধানে পাকিদের বিধ্বস্ত করে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ দল। মোসাদ্দেকের অলরাউন্ড নৈপুণ্যের কাছে হারলেও পাকিস্তান উঠেছে সেমিতে। করাচী জাতীয় স্টেডিয়ামে বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে সফরকারী বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৪৮ এবং দ্বিতীয় উইকেটে ৯৮ রান যোগ হওয়াতে দারুণ শুরু পায় নুরুল হাসান সোহানের দল। দুই ওপেনার মিজানুর রহমান ২৫ ও জাকির হাসান ৬৯ বলে ৮ চারে ৬৯ রান করে সাজঘরে ফেরেন। নাজমুল হোসেন শান্ত ৫৪ বলে ৪ চারে ৪৯ রানে ও আফিফ হোসেন ধ্রুব মাত্র ৬ রানে সাজঘরে ফেরেন। ১৬১ রানে ৪ উইকেট হারানোয় কিছুটা চাপ তৈরি হলেও তা বুঝতে দেননি মোসাদ্দেক হোসেন ও ইয়াসির আলী। পঞ্চম উইকেটে তারা দ্রুতগতিতে ১২৬ রান যোগ করেন মাত্র ৯৭ বলে। ইয়াসির ৪৬ বলে ৫ চার, ২ ছক্কায় ৫৬ রানে ফিরে গেলেও আগের ম্যাচে শতক পাওয়া মোসাদ্দেক ৭৪ বলে ৩ চার, ৪ ছক্কায় ৮৫ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩০৯ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ ইমার্জিং দল। খুশদিল শাহ ৪৮ রানে ৩টি ও মুহাম্মদ মুসা ৫৫ রানে ২টি উইকেট নেন। জবাব দিতে নেমে মাত্র ২৩ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিক পাকিস্তান। তবে তৃতীয় উইকেটে ৮৮ রানের জুটি গড়ে চাপ সামাল দেন জিশান মালিক ও অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। তবে জিশান ৬৭ বলে ৪৭ ও রিজওয়ান ৫১ বলে ৩ চার, ২ ছক্কায় ৪৬ রানে সাজঘরে ফেরার পর তাদের ইনিংসে ধস নামান মোসাদ্দেক ও অফস্পিনার নাঈম হাসান। শেষদিকে খুশদিলের ৫৮ বলে ২ চার, ৪ ছক্কায় করা ঝড়োগতির ৬১ রানে ব্যবধান কমলেও জয়ের জন্য তা যথেষ্ট হয়নি। ৪৬.৫ ওভারে ২২৫ রানেই থমকে যায় পাকিদের ইনিংস। নাঈম ৩৬ রানে ৩টি, মোসাদ্দেক ৩২ রানে ২টি ও শফিউল ইসলাম ৪১ রানে ২টি উইকেট নেন। গ্রুপের অপর ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট পায় আমিরাত। ফলে ৮৪ রানের বিশাল জয়ের পরও নেট রানরেটে পিছিয়ে থেকেই ৪ পয়েন্ট নিয়ে সেমি নিশ্চিত করে বাংলাদেশ দল দ্বিতীয় অবস্থানে থেকে। আর পাকরা আগেই টানা ২ ম্যাচ জিতে শীর্ষস্থানে থেকে নিশ্চিত করেছিল সেমি। আগামী ১৩ ডিসেম্বর কলম্বোয় সেমিফাইনাল খেলবে বাংলাদেশ ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়নের বিপক্ষে। স্কোর ॥ বাংলাদেশ ইমার্জিং দলের ইনিংস ॥ ৩০৯/৫; ৫০ ওভার (মোসাদ্দেক ৮৫*, জাকির ৬৯, ইয়াসির ৫৬, শান্ত ৪৯; খুশদিল ৩/৪৮, মুসা ২/৫৫)। পাকিস্তান ইমার্জিং দলের ইনিংস ॥ ২২৫/১০; ৪৬.৫ ওভার (খুশদিল ৬১, জিশান ৪৭, রিজওয়ান ৪৬; নাঈম ৩/৩৬, মোসাদ্দেক ২/৩২, শফিউল ২/৪১)। ফল ॥ বাংলাদেশ ইমার্জিং দল ৮৪ রানে জয়ী। ম্যাচসেরা ॥ মোসাদ্দেক হোসেন সৈকত (বাংলাদেশ ইমার্র্জিং)।
×