ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গুগলের পণ্য বিতরণের ড্রোন যাবে ইউরোপে

প্রকাশিত: ০৪:০৫, ১০ ডিসেম্বর ২০১৮

 গুগলের পণ্য বিতরণের ড্রোন যাবে ইউরোপে

গুগলের মূল প্রতিষ্ঠান এ্যালফাবেট এবার ডেলিভারি বা পণ্য বিতরণের জন্য তৈরি ড্রোনের পরীক্ষা চালাবে ইউরোপে। আগামী বছর অঞ্চলটিতে পরীক্ষামূলকভাবে এ সেবা চালু হবে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শুধু ফিনল্যান্ডে এই পরীক্ষামূলক কার্যক্রম চালানো হবে। দেশটির হেলসিংকি শহরকে এজন্য প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে শহরের তালিকা আরও বাড়তে পারে। পণ্য বিতরণের জন্য তৈরি এসব ড্রোন সর্বোচ্চ দেড় কেজি পর্যন্ত পণ্য বহন করতে পারবে। কেউ অর্ডার দেয়ার কয়েক মিনিটের মধ্যেই পণ্য পৌঁছানোর উদ্দেশে উড়াল দেবে এই ড্রোনগুলো। গুগলের পাশাপাশি উইং এবং এ্যামাজনের মতো প্রতিষ্ঠানগুলোও ড্রোনের সাহায্যে পণ্য পৌঁছে দেয়ার সেবা তৈরি করছে। কয়েক বছর ধরে তৈরির কথা বললেও এখনও পর্যন্ত এ ধরনের সেবা চালু করেনি তারা। ২০১৩ সালের ডিসেম্বরে এ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস ঘোষণা দেন, তাদের আকাশপথে পণ্য বিতরণ সেবা শুরু হবে আগামী পাঁচ বছরের মধ্যে। -অর্থনৈতিক রিপোর্টার
×