ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রেজিনা ইসলাম এর ছড়া

প্রকাশিত: ০৬:৫৭, ৮ ডিসেম্বর ২০১৮

 রেজিনা ইসলাম এর ছড়া

তিতির পাখি তিতির পাখি তিতির পাখি ছোট্টমণি মিতির পাখি ডাক দিয়ে যায় কিচিমিচি খায় বলো কী? চানা, বিচি আয়রে কাছে আয়রে তিতির গড়িয়ে দেব টিকলি সিঁথির থাকবে থালায় মজার খাবার গপগপা গপ করবি সাবাড়। কানা বগি হাসে কেন কানা বগি হেসে বেড়ায় শাপলাশালুক বিলে লম্বা ঠোঁটে কি যেন ও গপাত গপাত গিলে। কানা বগি হাসিস কেন? বিলের মাঝে ভাসিস কেন? তবেই শোন হাসি কেন বিলকে ভালবাসি কেন। চিংড়ি পুঁটি কাঁকড়া মলা মাছের ঝাঁকরা একসাথে সব মিলে সাঁতরে বেড়ায় বিলে পেটটা পুরে খাব কোথাও নাহি যাব তাইতো বিলে আসি এই দেখ না এক পা তুলে ধিতাং ধিতাং হেলেদুলে প্রাণটা খুলে হাসি। জিরাফ লম্বা গলার জিরাফ তুমি থাকো শুধু দাঁড়িয়ে গাপুস গুপুস পাতা চিবাও জিহ্বাখানা নাড়িয়ে বন্ধু তোমার আকাশ বুঝি ধরো মাথা বাড়িয়ে খেলতে খেলতে যাও নাকি ভাই মেঘের ভেতর হারিয়ে। আমায় তুমি দেখতে আস নিচু হয়ে বাঁকিয়ে দুচোখ দিয়ে তোমায় দেখি উঁচু মাথায় তাকিয়ে পুরো শরীর ছেয়ে আছে নকশি করা চাদরে জিরাফ তোমায় ভালোবেসে ভরে দিলাম আদরে।
×