ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় বাছাই ক্রিকেট লীগ

প্রকাশিত: ০৬:০৪, ৮ ডিসেম্বর ২০১৮

 বগুড়ায় বাছাই ক্রিকেট লীগ

স্পোর্টস রিপোর্টার ॥ উদীয়মান ক্রিকেটার খুঁজে বের করতে আগামী রবিবার বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হচ্ছে বাছাই ক্রিকেট লীগ। এবার লীগে বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্লাবগুলোর মধ্যে ১০টি দল অংশ নেবে। লীগ চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দুটি করে ২৫ ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়ার আন্তর্জাতিক ভেন্যু শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ৯ ডিসেম্বর প্রতিযোগিতার উদ্বোধন করবেন জেলা প্রশাসক ফয়েজ আহমেদ। দীর্ঘদিন ধরে এই লীগ চালু থাকলেও এবারই প্রথম অংশ নিতে যাচ্ছে দক্ষিণ বৃন্দাবন পাড়া এলাকার দল দুর্বার ক্রীকেট সংঘ। ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর নানামুখী সমস্যা কাটিয়ে এখন ক্লাবটি একঝাঁক তরুণ ক্রিকেটার সংঘবদ্ধ হয়েছে মূলত বগুড়া জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মীম পোদ্দারের নিষ্ঠা ও পরিশ্রমে। বিভিন্ন সামাজিক কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে নিরলস কাজ করে যাওয়া মীম এ বিষয়ে বলেন, ‘এলাকার ছেলেদের ক্রীড়ামুখী করে তাদের মানসিক বিকাশ ঘটানোই লক্ষ্য। আগামী প্রজন্মের তরুণরা যাতে সমাজের নেতিবাচক সব কর্মকান্ড থেকে দূরে থেকে ইতিবাচক কোন ভূমিকা রাখতে পারে। আশা করছি এবার আমাদের ক্লাব ভাল একটা ফলাফল করে পরবর্তীদের জন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারবে।’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ট্রফি ছাড়াও সম্মানী বাবদ কিছু প্রাইজমানিও পাবে।
×