ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হেডের ব্যাটে লড়ছে অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৬:০৩, ৮ ডিসেম্বর ২০১৮

 হেডের ব্যাটে লড়ছে অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ এ্যাডিলেড টেস্টে চলছে বোলারদের দাপট। মিচেল স্টার্ক-জস হ্যাজলউডদের সাঁড়াশি আক্রমণের মুখে প্রথম ইনিংসে ২৫০ রানে অলআউট সফরকারী। জবাবে অস্ট্রেলিয়াও স্বস্তিতে নেই, ১৯১ তুলতে ৭ উইকেট হারিয়েছে টিম পেইনের দল। এক পর্যায়ে ১২৭ রানে ষষ্ঠ উইকেট খোয়ানো অসিদের রেসে রেখেছেন ট্রেভিস হেড। দ্বিতীয়দিন শেষে ৬১ রান নিয়ে অপরাজিত এই লোয়ারঅর্ডার ব্যাটসম্যান। সঙ্গী মিচেল স্টার্ক ৮। এখনও ৬০ রানে পিছিয়ে স্বাগতিকরা। স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ৩, পেসার ইশান্ত শর্মা ও জাসপ্রিত বুমরাহ নিয়েছেন দুটি করে উইকেট। বহুল আলোচিত অস্ট্রেলিয়া সফরে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলছে বিরাট কোহলির ভারত। যদিও প্রথম ইনিংসে মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন টিম ইন্ডিয়া ক্যাপ্টেন। ক্ল্যাসিক্যাল চেতেশ্বর পুজারার (১২৩) দুর্দান্ত সেঞ্চুরির সৌজন্যে শেষ পর্যন্ত চ্যালেঞ্জিং স্কোর পায় অতিথিরা। শুক্রবার দ্বিতীয়দিন ভারত ব্যাটিংয়ে নেমেছিল ৯ উইকেটে ২৫০ রান নিয়ে। বাকি উইকেটটি নিতে অস্ট্রেলিয়ার লাগে একটি মাত্র বল। দিনের প্রথম বলেই জশ হ্যাজলউড ফিরিয়ে দেন মোহাম্মদ শামিকে। অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নামার পর ভারতও ধাক্কাটা ফিরিয়ে দিতে সময় নেয়নি। ইনিংসের তৃতীয় বলেই ইশান্ত শর্মা এলোমেলো করে দেন এ্যারন ফিঞ্চের স্টাম্প। দ্বিতীয় উইকেট জুটিতে মার্কাস হ্যারিস ও উসমান খাজা যোগ করেন ৪৫ রান। অভিষিক্ত ওপেনার হ্যারিসকে ৪৫ রানে থামান অশ্বিন। জাসপ্রিত বুমরাহ প্রথম স্পেলে ৫ ওভারে ২৪ রান দিলেও পরে ফিরে মেডেনে নেন টানা চারটি। লাঞ্চের সময় অস্ট্রেলিয়ার রান ছিল ২৭ ওভারে ২ উইকেটে ৫৭। লাঞ্চের পর প্রথম ওভারেই অশ্বিনের অনেক বাইরের বল স্টাম্পে টেনে আনেন শন মার্শ। অশ্বিনের পরের শিকার একপ্রান্ত আগলে রাখা খাজা। দারুণ এক ডেলিভারিতে এই অফস্পিনার ফিরিয়ে দেন ১২৫ বলে ২৮ রান করা খাজাকে। স্বাগতিক অস্ট্রেলিয়ার রান তখন ৪ উইকেটে ৮৭। সেখান থেকে প্রতিরোধের শুরু পিটার হ্যান্ডসকম ও হেডের জুটিতে। দলে ফেরা হ্যান্ডসকম নিজস্ব ভিন্ন ঘরানার টেকনিকে খেলছিলেন ভালই। হেড ছিলেন ধৈর্যের প্রতিমূর্তি। কিন্তু হ্যান্ডসকমের সম্ভাবনায় ইনিংস শেষ বাজে শটে। ৩৪ রানে উইকেট দিয়ে আসেন বুমরাহকে। টিকতে পারেননি অধিনায়ক টিম পেইনও। ইনিংসের প্রথম ফিফটি জুটি আসে সপ্তম উইকেটে। প্যাট কামিন্স মাত্র ১০ রান করলেও দারুণ সঙ্গ দেন হেডকে। কামিন্সকে ফিরিয়ে বুমরাহ ভেঙ্গেছেন এই জুটিও। তবে ফাটল ধরানো যায়নি হেডের প্রতিরোধের দেয়ালে। ১৪৯ বল খেলে দিনশেষে অপরাজিত তিনি ৬১ রানে। লিড পেতে অস্ট্রেলিয়ার চাই আর ৬০ রান। সবমিলিয়ে আলোচিত সিরিজের প্রথম দু’দিনে লড়াইটা হয়েছে একেবারে সমানে-সমান। যেখানে দাপট দেখিয়েছেন বোলাররা। স্কোর ॥ ভারত প্রথম ইনিংস ॥ ২৫০/১০ (৮৮ ওভার; রাহুল ২, বিজয় ১১, পুজারা ১২৩, কোহলি ৩, রাহানে ১৩, রোহিত ৩৭, পন্থ ২৫, অশ্বিন ২৫, ইশান্ত ৪, শামি ৬*; স্টার্ক ২/৬৩, হ্যাজলউড ২/৫২, কামিন্স ২/৪৯, লেয়ন ২/৮৩, হেড ০/২)। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ॥ ১৯১/৭ (৮৮ ওভার; ফিঞ্চ ০, হারিস ২৬, খাজা ২৮, মার্শ ২, হ্যান্ডসকম ৩৪, হেড ৬১*, পেইন ৫, কামিন্স ১০, স্টার্ক ৮*; ইশান্ত ২/৩১, বুমরাহ ২/৩৪)। ** দ্বিতীয়দিন শেষে
×