ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিসিএল তৃতীয় রাউন্ড, জবাব দিচ্ছে উত্তরাঞ্চল

ঘুরে দাঁড়িয়েছে মধ্যাঞ্চল

প্রকাশিত: ০৭:২৮, ৭ ডিসেম্বর ২০১৮

ঘুরে দাঁড়িয়েছে মধ্যাঞ্চল

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল) তৃতীয় রাউন্ডের প্রথমদিনে ৭ উইকেট নেয়া ফরহাদ রেজার দুর্দান্ত বোলিংয়ে ১১৮ রানে গুটিয়ে যায় মধ্যাঞ্চল। দ্বিতীয়দিনেই দলটি ঘুরে দাঁড়িয়েছে। ৫ উইকেট নেয়া শহিদুল ইসলামের বোলিং নৈপুণ্যে পূর্বাঞ্চলকে ১৮৬ রানে অলআউট করে দ্বিতীয় ইনিংসে নেমে পিনাক ঘোষ (৫২*) ও আব্দুল মজিদের (৬৭) হাফসেঞ্চুরিতে ১৩৯ রান করে ৭১ রানে এগিয়েও গেছে মধ্যাঞ্চল। চট্টগ্রামে দক্ষিণাঞ্চল শেষপর্যন্ত ৩২৯ রান করেছে। তবে উত্তরাঞ্চলও জুনায়েদ সিদ্দিকীর অপরাজিত ৭০ ও নাঈম ইসলামের অপরাজিত ৬২ রানে পাল্টা জবাব দিচ্ছে। ২ উইকেট হারিয়ে ১৩৬ রান করেছে উত্তরাঞ্চল। পূর্বাঞ্চল-মধ্যাঞ্চল ম্যাচ-বগুড়া ॥ বগুড়ায় পূর্বাঞ্চল প্রথমদিনে মাতিয়েছে। দ্বিতীয়দিন মাতিয়েছে মধ্যাঞ্চল। প্রথম ইনিংসে মধ্যাঞ্চল ১১৮ রানে গুটিয়ে যাওয়ার পর পূর্বাঞ্চল প্রথমদিনে ১ উইকেট হারিয়ে ৩৭ রান করেছিল। শামসুর রহমান শুভ ও মাহমুদুল হাসান দুইজনই ৯ রান করে অপরাজিত ছিলেন। প্রথমদিন শেষে পূর্বাঞ্চল ৮১ রানে পিছিয়ে ছিল। দ্বিতীয়দিন মধ্যাঞ্চলের চেয়েও এগিয়ে থাকে পূর্বাঞ্চল। শামসুরের ২৬ ও মাহমুদুলের ৪১ রানের পর অংকনের ৩৪ ও ফরহাদ রেজার ২৭ রানে ১৮৬ রান করে পূর্বাঞ্চল। ৬৮ রানে এগিয়ে যায় পূর্বাঞ্চল। কিন্তু এই এগিয়ে থেকেও বিশেষ কোন কাজ হচ্ছে না। মধ্যাঞ্চল যে দ্বিতীয়দিন দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে। ওপেনার পিনাক ও মজিদের জোড়া হাফসেঞ্চুরিতে ২ উইকেট হারিয়ে ১৩৯ রান করে ফেলেছে মধ্যাঞ্চল। বোলারদের নৈপুণ্যেই বোঝা যাচ্ছে, উইকেটে রান করা কঠিন। মধ্যাঞ্চল যদি ২৫০ রানের টার্গেট দাঁড় করাতে পারে, তাহলেই জেতার সম্ভাবনায় থাকবে। স্কোর ॥ দ্বিতীয়দিন শেষে ॥ মধ্যাঞ্চল প্রথম ইনিংস ১১৮/১০ ও দ্বিতীয় ইনিংস ১৩৯/২; ৩৯.১ ওভার (পিনাক ৫২*, মজিদ ৬৭)। পূর্বাঞ্চল প্রথম ইনিংস প্রথমদিন শেষে ৩৭/১; শামসুর ৯*, মাহমুদুল ৯* ও দ্বিতীয় দিন শেষে ১৮৬/১০; ৫২.৫ ওভার (শামসুর ২৬, মাহমুদুল ৪১, অংকন ৩৪, ফরহাদ ২৭)। দক্ষিণাঞ্চল-উত্তরাঞ্চল ম্যাচ-চট্টগ্রাম ॥ চট্টগ্রামে দক্ষিণাঞ্চল দাপট দেখিয়েছে। প্রথমদিনেই ২৮০ রান করে ফেলেছিল। হাতে ছিল ১ উইকেট। দ্বিতীয় দিন স্কোরবোর্ডে আরও ৪৯ রান যোগ করে দক্ষিণাঞ্চল। প্রথমদিন ২৩ রানে অপরাজিত থাকা মেহেদী হাসান অপরাজিত ৬৩ রান করেন। কামরুল ইসলাম রাব্বি ৪ রানে অপরাজিত থেকে দ্বিতীয়দিন শুরু করে ৬৭ বল খেলে ১৩ রান করেন। এ দুইজন মিলে শেষ উইকেটে ৫৪ রানের জুটি গড়েন। তাতেই দক্ষিণাঞ্চলের স্কোর আরও মজবুত হয়ে ওঠে। তবে উত্তরাঞ্চলও ভালই জবাব দিয়ে যাচ্ছে। জুনায়েদ ও নাঈমের জোড়া হাফসেঞ্চুরিতে ২ উইকেট হারিয়ে ১৩৬ রান করে ফেলেছে। দক্ষিণাঞ্চল থেকে এখনও ১৯৩ রানে পিছিয়ে আছে। তবে জুনায়েদ ও নাঈম তৃতীয়দিনও শুরু করবেন। ম্যাচটি শেষপর্যন্ত ড্রও হয়ে যেতে পারে। স্কোর ॥ দ্বিতীয়দিন শেষে ॥ দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস প্রথমদিন শেষে ২৮০/৯; রকিবুল ৭৯, তুষার ৬২, রাব্বি ৪৫, মেহেদী ২৩*; কামরুল ৪*; সানজামুল ৪/৬২ ও দ্বিতীয় দিন ৩২৯/১০; মেহেদী ৬৩*, কামরুল ১৩; সানজামুল ৫/৮৭। উত্তরাঞ্চল প্রথম ইনিংস ১৩৬/২; ৭১ ওভার (জুনায়েদ ৭০*, নাঈম ৬২*)।
×