ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আলোচিত খবর

প্রকাশিত: ০৭:২৪, ৬ ডিসেম্বর ২০১৮

আলোচিত খবর

আরও একটি চোখ ধাঁধানো বিয়ে! চোখ ধাঁধানো এক বিয়ে। বলিউড-হলিউড মিশে একাকার। দুই ধর্ম হিন্দু এবং খ্রীস্টান রীতিতে বিয়ে। হ্যাঁ ঠিক ধরে ফেলেছেন বলছিলাম মার্কিন পপতারকা নিক জোনাস এবং বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের কথা। বিয়ের অনুষ্ঠানটি হয় যোধপুরের উমেদ ভবন প্যালেসে। এখন সেখানে শুধুই উৎসব। গত ২৯ নবেম্বর থেকেই সেখানে সবাই হাসি-খুশি আনন্দে মাতামাতি করছে। বিয়ের পূর্বে প্রধান আকর্ষণ ছিল মেহেদী আর সঙ্গীত অনুষ্ঠান। ব্যতিক্রম এ বিয়ের সঙ্গীত অনুষ্ঠান এতটাই জাঁকজমকপূর্ণ হয়েছিল যে তা কেউই ভাবেইনি। ৩০ নবেম্বর রজনীতে নিক ও প্রিয়াঙ্কার বিয়ের অনুষ্ঠান পরিণত হয় বলিউড পারফরম্যান্সে। রবিবার প্রিয়াঙ্কা ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। ছবিগুলোতে দেখা যায় অনেক নামী-দামী অভিনেতা-অভিনেত্রীরাই খুব আনন্দ-উল্লাসে ফেটে পড়েছেন। এমনকি অতিথিদের সঙ্গে মঞ্চে নেমে নাচ পরিবেশন করেন নিক, চোপড়া দু’জনেই। ইতিহাস গড়লেন বাংলাদেশের ঐশী! বিশ^ সুন্দরী প্রতিযোগিতায় এবার বাংলাদেশের হয়ে ইতিহাস গড়লেন ঐশী। পিরোজপুরের মাটিভাঙা এলাকার এক মধ্যবিত্ত ঘরের মেয়ে জান্নাতুল ফেরদৌসী ঐশী মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বিভিন্ন দেশের প্রতিযোগীদের হারিয়ে সেরা ৩০ জনের মধ্যে অবস্থান করছে। অস্ট্রিয়া, মিসর, রুয়ান্ডা, চিলি ও জাম্বিয়ার প্রতিযোগীদের পাশাপাশি নৃত্য পরিবেশন করে বিচারকদের বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গত সোমবার এক পোস্টে মিস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ বিষয়টি জনসম্মুক্ষে আনেন। তাতে উল্লেখ করেন, বিশ^ সুন্দরী প্রতিযোগিতার ইতিহাসে বাংলাদেশ এবার ইতিহাস গড়েছে। আর তা সম্ভব হয়েছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ঐশীর মাধ্যমেই। পোস্টে জানানো হয়, হেড টু হেড চ্যালেঞ্জে ২ দশমিক ২ বিলিয়ন ভিউ এবং ২০ মিলিয়ন মানুষের ভোট নেয়া হয়েছে। ঐশীর স্বপ্ন আর ইচ্ছের কথা শুনে তিন বিচারক মুগ্ধ হন। তাঁর মেধা আর সৌন্দর্যের ভূয়সী প্রশংসাও করেন তিন জনই। জানা যায়, ৮ ডিসেম্বর চীনের সানাইয়া শহরে অনুষ্ঠিত হবে মিস ওয়ার্ল্ড ২০১৮ এর গ্র্যান্ড ফিনালে। ১০ ডিসেম্বর ঢাকায় ফিরবেন তিনি। ড্যানিয়েলকে বিয়ে করলেন কোয়েন্টিন! ৫৫ বছর বয়সী মার্কিন চলচ্চিত্র নির্মাতা ‘কোয়েন্টিন টারান্টিনো’ বিয়ে করলেন ইসরাইলের সঙ্গীত শিল্পী ৩৫ বছর বয়সী ‘ড্যানিয়াল পিককে’। গত ২৮ নবেম্বর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। টানা ৯ বছরের প্রেমের সফলতা এ বিয়ে। দ্য পিপলের প্রতিবেদনে জানানো হয়, তাদের বিয়ের অনুষ্ঠানটি হয় যুক্তরাষ্ট্রের লস এ্যাঞ্জেলেসে পরিবারের সম্মতিতে। বিয়ের অনুষ্ঠানে মাত্র ২০ জন অতিথি উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন মার্কিন অভিনেতা টিম রথ, এলি রথসহ অস্কারে মনোনয়ন পাওয়া নির্মাতা হার্ভে কেটেল। ২০০৯ সালে কোয়েন্টিন তাঁর নিজে নির্মিত ছবি ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’- এর প্রচারণার জন্য ইসরাইলে গিয়ে ছিলেন। সেখানেই ড্যানিয়ালের সাথে পরিচয় হয় তাঁর। ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে বাগদান সারেন।
×