ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যাত্রাশিল্পী শংকরী হাজারীর পাশে প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৭:১৪, ৬ ডিসেম্বর ২০১৮

যাত্রাশিল্পী শংকরী হাজারীর পাশে প্রধানমন্ত্রী

সংস্কৃতি ডেস্ক ॥ সাতক্ষীরার যাত্রাশিল্পী শংকরী হাজারীর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে যাত্রাশিল্পী শংকরী হাজারীকে ৫ লাখ টাকা অনুদান প্রদান করা হয়। শংকরী হাজারী দীর্ঘদিন ধরে হার্ট, কিডনি ও কানের মারাত্মক সমস্যায় ভুগছিলেন। এই খবর পেয়ে শিল্পী ঐক্যজোটের সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবের নির্দেশে জোটের সাধারণ সম্পাদক নাট্যনির্মাতা জি এম সৈকত অসুস্থ শিল্পী চিকিৎসার দায়িত্ব নেন। আরও উন্নত চিকিৎসার জন্য শিল্পী ঐক্যজোটের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হলে প্রধানমন্ত্রী শংকরী হাজারীর পাশে দাঁড়ান। শংকরী হাজারী বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ। এই রকম প্রধানমন্ত্রী আর আসবে না। সৃষ্টিকর্তার কাছে তার জন্য প্রার্থনা করি। তিনি যেন সুস্থ থাকেন। শংকরী হাজারীকে অনুদান দেয়ায় শিল্পী ঐক্যজোটের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ডি এ তায়েব ও সৈকত।
×