ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিয়াম-নাদিয়া-নাবিলার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মন’

প্রকাশিত: ০৭:১১, ৬ ডিসেম্বর ২০১৮

সিয়াম-নাদিয়া-নাবিলার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মন’

স্টাফ রিপোর্টার ॥ প্রতিটি মানুষই তার মনের নির্দেশে চলে। মনের বাইরে আসলে মানুষ চাইলেও কিছু করতে পারে না। মন যখন কোন বিষয় নিয়ে উদগ্রীব থাকে, তখন মন কোন যুক্তি শুনতে চায় না, মন যা বোঝে শুধু তাই বুঝতে চায়। আমাদের মনের যা চাওয়া, আমরা আমাদের সব যুক্তিকে সে চাওয়ার মতো করেই সাজিয়ে নিই, বাস্তব বা প্রকৃত যুক্তি যাই হোক না কেন। তাই মনের ভেতরের সব শৃঙ্খলা ও বিশৃঙ্খলা আসে মূলত মন আমাদের আশপাশের ঘটনাগুলোকে কিভাবে গ্রহণ করছে, তার ওপর। মনের এসব চাওয়া-পাওয়ার নানা ঘটনা নিয়েই নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মন’। ভি ক্রিয়েশন্সের ব্যানারে নির্মিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির গল্প, টিত্রনাট্য ও পরিচালনা করেছেন ভিকি জাহেদ। গাজীপুরের ভাওয়াল ও নক্ষত্রবাড়িতে চিত্রায়িত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নাদিয়া খানম, বলিউড অভিনেত্রী সাদিয়া নাবিলাসহ আরও অনেকে। বিস্ক ক্লাব ফ্রুটফান বিস্কুট নিবেদিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ধ্রুব এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে ধ্রুব টিভিতে আজ বৃহস্পতিবার অবমুক্ত করা হবে ‘মন’।
×