ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

প্রকাশিত: ০৫:২৯, ৬ ডিসেম্বর ২০১৮

আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্রে সোমবার প্রতি ব্যারেল অপরিশোধিত টেক্সাস ক্রুড অয়েল বিক্রি হয়েছে ৫৩ দশমিক ৮৫ ডলার। যা আগের দিনের তুলনায় প্রায় ৬ শতাংশ বেশি। একই দিনে ব্রেন্ট ক্রুড অয়েল বিক্রি হয়েছে ৬২ দশমিক ৬০ ডলারে। মাত্র একদিনের ব্যবধানে এই জ্বালানি তেলের দাম বেড়েছে ৫ দশমিক ৩ শতাংশ। বাজার বিশ্লেষকরা বলছেন, জি-২০ সম্মেলনের বৈঠকে বাণিজ্যযুদ্ধ স্থগিতের সিদ্ধান্তে চীন ও যুক্তরাষ্ট্র সম্মতি জানানোর প্রভাব পড়েছে তেলের দামে। তারা আরও জানান, তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের আসন্ন বৈঠকে তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত আসতে পারে- এমন আশঙ্কার কারণেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে।
×