ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কষ্টার্জিত জয়ে শেষ আটে আরামবাগ

প্রকাশিত: ০৬:৩৩, ৫ ডিসেম্বর ২০১৮

কষ্টার্জিত জয়ে শেষ আটে আরামবাগ

স্পোর্টস রিপোর্টার ॥ শিরোপা জেতা কঠিন, তবে সেটা ধরে রাখা আরও কঠিন। আর এই কঠিন কাজটিই করার মিশনে নেমেছে আরামবাগ ক্রীড়া সংঘ। স্বাধীনতা কাপ ফুটবলের বর্তমান শিরোপাধারী দলটি মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে জয় কুড়িয়ে নিয়ে শুভসূচনা করেছে। তবে এ জন্য তাদের অনেক ঘাম ঝরাতে হয়েছে। ২-১ গোলে হারিয়েছে টিম বিজেএমসিকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের প্রথমার্ধেই সবগুলো গোল হয়। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই কোয়ার্টার ফাইনালে নাম লেখানো নিশ্চিত করলো আরামবাগ। ‘এ’ গ্রুপে টানা ২ ম্যাচেই হেরে বিদায়ঘণ্টা বেজে গেল বিজেএমসির। তাদের বিদায়ের সুবাদে এই গ্রুপের অপর দল সাইফ স্পোর্টিংও শেষ আটে চলে গেল। তাদেরও আরামবাগের মতোই সমান ৩ পয়েন্ট। তবে গোল বেশি করার (২ গোল) আরামবাগই আপাতত আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। আর সাইফ (১ গোল) আছে দ্বিতীয় স্থানে। এই দুই দল এখন লড়বে গ্রুপসেরা হওয়ার জন্য আগামী ৭ ডিসেম্বর। মঙ্গলবার ম্যাচে ৪ মিনিটেই গোল করে এগিয়ে যায় আরামবাগ। ডানপ্রান্তে প্রতিপক্ষের ডি-বক্সের বাইরে ফ্রি কিক পায় তারা। মিডফিল্ডার রবিউল হাসান বাঁ পায়ে শট নেন। বিজেএমসির মানব-প্রাচীরের ওপর দিয়ে বলটি জালে আশ্রয় নেয়। গোলরক্ষক সোহাগ হোসেন বলটি আপ্রাণ চেষ্টা করেও ধরতে পারেননি। বলটি তার হাত ফস্কে সাইডপোস্টে লেগে ঢুকে যায় জালে। উল্লাসে মেতে ওঠে ‘রাইজিং স্ট্রেংথ’ খ্যাত আরামবাগ (১-০)। ৩৭ মিনিটে একটি সংঘবদ্ধ আক্রমণ থেকে গোল করে সমতায় ফেরে ‘সোনালি আঁশের দল’ খ্যাত টিম বিজেএমসি। বাঁপ্রান্ত দিয়ে আক্রমণ শানায় তারা। ডিফেন্ডার মিসবাহ উদ্দিন আরিফ ডান পায়ের উড়ন্ত ক্রস ফেলেন আরামবাগের গোলমুখে। মার্কারকে এড়িয়ে বলটি দক্ষতার সঙ্গে রিসিভ করেই চলন্ত বলেই বাঁ পায়ের জোরালো শট নেন বিজেএমসির অধিনায়ক ও নাইজিরিয়ার ফরোয়ার্ড স্যামসন ইলিয়াসু। আরামবাগ গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল ঝাঁপিয়ে পড়েও রুখতে পারেননি সেটা (১-১)। ৪৭ (৪৫+২) মিনিট। প্রথমার্ধের ইনজুরি বা সংযুক্তি সময়ে আবারও গোল করে এগিয়ে যায় আরামবাগ। গোলটা তারা করে কাউন্টার এ্যাটাক থেকে, বিজেএমসির রক্ষণভাগের ভুলে বল পেয়ে যান আরামবাগের নাইজিরিয়ান ফরোয়ার্ড চিনেদু ম্যাথিউ। তিনি ডি-বক্সের ঠিক বাইরে থেকে বলটি ঠেলে দেন সতীর্থ ক্যামেরুনের ফরোয়ার্ড পল এমিলের দিকে। এমিল সেটা পাস দেন ডি-বক্সের ভেতরে ঢুকে পড়া আগুয়ান সতীর্থ ফরোয়ার্ড আরিফুর রহমানের উদ্দেশে। ডান পায়ের চমৎকার প্লেসিং শটে গোলরক্ষককে পরাস্ত করে গোল করেন তিনি (২-১)। দ্বিতীয়ার্ধে উভয়দলই পাল্টা আক্রমণ করে খেলেও আর কোন গোল করতে পারেনি। ফলে রেফারি এমজেডএফ নাহিদ খেলা শেষ হবার বাঁশি বাজালে শেষ আটে যাওয়ার চিত্তসুখ নিয়ে মারুফুল হকের শিষ্যরা এবং বিদায় নেয়ার যাতনা নিয়ে মাঠ ছাড়ে মিলন মোল্লার শিষ্যরা।
×