ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৯ মাস পর আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়ার উৎপাদন শুরু

প্রকাশিত: ০৫:৩২, ৩ ডিসেম্বর ২০১৮

 ১৯ মাস পর আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়ার উৎপাদন শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ গ্যাস সঙ্কটের কারণে দীর্ঘ ১৯ মাস বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় শুরু হয়েছে ইউরিয়া সার উৎপাদন। শুক্রবার বিকেল ৩টায় কারখানার উৎপাদন শুরু হয়। গ্যাস সঙ্কটের জন্য গতবছরের ১৯ এপ্রিল কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়। চলতি বছরের ১৩ জুন গ্যাস সংযোগ দেয়া হলেও কারখানা দুইদিন চলার পরই যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে যায়। স্থানীয় প্রকৌশলীরা ত্রুটি মেরামত করে কারখানার উৎপাদন চালু করতে ব্যর্থ হলে বিদেশী বিশেষজ্ঞরা কাজ শুরু করেন। তবে ত্রুটি মেরামতের আগেই আবার ১৯ জুলাই গ্যাস সরাবরাহ বন্ধ করে দেয়া হয়। ফলে কারখানাটি সঠিক সময়ে চালু করা সম্ভাব হয়নি। গত ১৫ নবেম্বর বাখরাবাদ গ্যাস বিতরণ কোম্পানি আবারও গ্যাস সরবরাহ শুরু করলে সার কারখানাটি চালু করার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। পর্যায়ক্রমে এ্যামোনিয়া ও ইউরিয়া বিভাগসহ সকল বিভাগ সচল করে শুক্রবার বিকেল ৩টায় উৎপাদনে ফেরে ইউরিয়া সার কারখানা। দীর্ঘ ১৯ মাস পর কারখানা উৎপাদনে ফিরে আসায় সকল শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের কর্মচাঞ্চল্য দেখা গেছে। শনিবার (১ ডিসেম্বর) কারখানার সবখানেই ছিল উৎসবের আমেজ। কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) এটিএম বাকী জানান, গ্যাস সরবরাহ পাওয়ার পর শুক্রবার বিকেল ৩টা থেকে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। কারখানায় উৎপাদন দীর্ঘদিন বন্ধ থাকলেও পর্যাপ্ত পরিমাণে আমদানি করা সার মজুদ থাকায় কমান্ড এরিয়াভুক্ত জেলায় সার সরবরাহে কোন সঙ্কট তৈরি হয়নি বলে জানান তিনি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, কারখানা ১৯ মাস বন্ধ থাকায় প্রতিদিন ১২শ’ টন উৎপাদন ক্ষমতা হিসেবে প্রায় সাড়ে ৯শ’ কোটি টাকা মূল্যের পৌনে ৭ লাখ টন সার উৎপাদন ব্যাহত হয়েছে। এতদিন বিদেশ থেকে আমদানি করা ইউরিয়া সার দিয়ে কারখানার অধীনে সাত জেলার সার সরবরাহ স্বাভাবিক রাখা হয়।
×