ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

৭২ বছর পর শিরোপা স্বপ্ন সেভিয়ার

প্রকাশিত: ০৪:৪০, ২৭ নভেম্বর ২০১৮

৭২ বছর পর শিরোপা স্বপ্ন সেভিয়ার

স্পোর্টস রিপোর্টার ॥ সেই ১৯৪৬ সালে (১৯৪৫-৪৬ মৌসুম) একমাত্র চ্যাম্পিয়ন হয়েছে সেভিয়া। এরপর ৬ যুগ পেরিয়ে গেলেও আর স্প্যানিশ লা লিগায় শিরোপার কাছাকাছি যেতে পারেনি দলটি। তবে এবার ৭২ বছর পর দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি সেভিয়ার। লা লিগার তিন পরাশক্তি বার্সিলোনা, রিয়াল মাদ্রিদ ও এ্যাটলেটিকো মাদ্রিদ থমকে থমকে পথচলায় এবার সুযোগ এসেছে সেভিয়ার। রবিবার রাতে রিয়াল ভ্যালাডোলিডকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে দলটি। তারা পেছনে ফেলে বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনাকে। শনিবার রাতে এ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে ১-১ গোলে ড্র করা বার্সিলোনা ২৫ পয়েন্ট নিয়ে নেমে গেছে দুইয়ে। ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে সেভিয়া। তিন নম্বরে নেমে যাওয়া এ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ২৪। চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে আছে আলাভেস (২৩) ও এস্পানিওল (২১)। ষষ্ঠ স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২০। ভ্যালাডোলিডের বিপক্ষে ম্যাচের ৩০ মিনিটে পাবলো সারাবিয়ার ক্রসে হেডে সেভিয়ার হয়ে একমাত্র গোলটি করেন আন্দ্রে সিলভা। চলতি লীগে পর্তুগীজ এই ফরোয়ার্ডের এটি অষ্টম গোল। বাকি সময়ে আর কোন গোল হয়নি। এদিকে চলতি মৌসুম শেষে চেলসি ছাড়তে পারেন বলে জানিয়েছেন বেলজিয়ামের তারকা ফরোয়ার্ড ইডেন হ্যাজার্ড। স্টামফোর্ড ব্রিজে এবার নিয়ে সাত মৌসুম খেলা হ্যাজার্ড গত দল বদলেও ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার ইচ্ছার কথা সরাসরিই জানিয়েছিলেন তিনি। স্পেনের ক্লাবটিও তাকে পেতে আগ্রহী ছিল। শেষ পর্যন্ত অবশ্য সেটা সম্ভব হয়নি। পরে চেলসির সঙ্গে ২০২০ পর্যন্ত নতুন চুক্তি করেন বিশ্বকাপ মাতানো এই তারকা। রিয়ালে যাওয়ার ইচ্ছার কথা গত মাসেও বলেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। সর্বশেষ সাক্ষাতকারে হ্যাজার্ড বলেন, এখন আমি চেলসিতে থাকছি। যদি আমি চুক্তির মেয়াদ না বাড়াই তাহলে এটা সম্ভব। তবে আমি জানুয়ারিতে চলে যাব, এমন কোন সম্ভাবনা নেই। আমি ক্লাব ও সমর্থকদের সঙ্গে এমনটা করব না। তবে আগামী গ্রীষ্মে একটা সম্ভাবনা আছে।
×