ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিরপুরে ৩০ নবেম্বর শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাটসম্যানদের ভাল করতে হবে বলে মনে করছেন মিঠুন

রেকর্ড নয়, ভাল বোলিংয়ের চিন্তা তাইজুলের

প্রকাশিত: ০৪:৩৫, ২৭ নভেম্বর ২০১৮

রেকর্ড নয়, ভাল বোলিংয়ের চিন্তা তাইজুলের

স্পোর্টস রিপোর্টার ॥ এ বছর টেস্ট বোলিংয়ে বাংলাদেশের সেরা অবস্থানে আছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। শুধু তাই নয় ২৬ বছর বয়সী এ স্পিনার ফর্মের তুঙ্গে থেকে চলতি বছরে সারাবিশ্বের টেস্ট বোলিং পারফর্মেন্সেই আছেন ৪০ উইকেট নিয়ে চার নম্বরে। মিরপুর টেস্টে একইসঙ্গে দুটি রেকর্ড গড়ার সুযোগ তাকে হাতছানি দিচ্ছে। আর ৬ উইকেট নিতে পারলে দেশের পক্ষে দ্রুততম ১০০ টেস্ট উইকেটের মালিক হয়ে যাবেন এবং চলতি বছরে সর্বাধিক উইকেট শিকারে প্রথম বাংলাদেশী হিসেবে উঠবেন শীর্ষস্থানে। তবে তাইজুল জানালেন এসব রেকর্ডের বিষয়গুলো তার মাথায় থাকে না, তিনি সবসময় একটাই চিন্তা করেন কিভাবে ভাল বোলিং করা যায়। বোলাররা ধারাবাহিকভাবে ফর্মের তুঙ্গে থাকলেও পরপর দুই টেস্টে ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছেন। কিন্তু মিডলঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন জানালেন মিরপুরে জেতার জন্য অবশ্যই ব্যাটিং ভাল করতে হবে। তিনি মিরপুরে টস জেতাটা খুব জরুরী সে দাবিও করলেন। সোমবার মিরপুর একাডেমিতে ঐচ্ছিক অনুশীলন শেষে এসব কথা বলেন দু’জন। চট্টগ্রাম টেস্ট শেষ হয়ে গেছে আড়াই দিন আগে। তাই ক্রিকেটাররা ৩ দিন বিশ্রাম পেয়েছেন। শুক্রবার মিরপুরে দ্বিতীয় টেস্ট। বুধবার থেকে অফিসিয়াল অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। চট্টগ্রাম টেস্টে স্পিনারদের দাপটে সহজ জয় পেয়েছে স্বাগতিকরা। কিন্তু মিরপুরে একইভাবে জয় আসবে এমনটা মনে করছেন না মিঠুন। তিনি বলেন, ‘দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ভাল, এতে কোন প্রশ্ন নাই। ওদের সঙ্গে ভাল করতে আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে। দল যেটাই হোক, আন্তর্জাতিক সব দলই শক্ত। এখানে পার্থক্য হচ্ছে বোলারদের অনেক কোয়ালিটি থাকে। তাছাড়া যেই কন্ডিশনে খেলা হচ্ছে, এখানে অবশ্যই ব্যাটিংটা কঠিন। এটা সত্যি যে আমরা ব্যাটিং সহায়ক উইকেটে খেলছি না। যদি এমন কন্ডিশন হয়, তাহলে আপনি যে কোন সময় আউট হয়ে যেতে পারেন। কারণ বোলারদের অনেক হেল্প থাকে। তবে যেকোন কন্ডিশনেই ব্যাটসম্যানের রানটা খুব জরুরী।’ তবে মিরপুর টেস্টে টস অনেক গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন মিঠুন। তিনি বলেন, ‘আগে ব্যাট করলে হয় তো একটা এ্যাডভান্টেজ থাকবে। টস বলে কয়ে জিতা যায় না। আমাদের সেরা চেষ্টাটা করতে পারি, তবে টসের উপর যদি নির্ভর করে থাকি তাহলে বোকামি হবে।’ চট্টগ্রামের প্রথম ইনিংসে ক্যারিবীয় পেসার শ্যান গ্যাব্রিয়েল আতঙ্ক ছড়িয়েছিলেন স্পিন উইকেটেও। কিন্তু তিনি ইমরুলকে ধাক্কা দেয়ার কারণে মিরপুর টেস্টে নিষিদ্ধ। এ বিষয়ে মিঠুন বলেন, ‘গ্যাব্রিয়েল ফ্ল্যাট উইকেটের মধ্যেও অনেক ভাল বোলিং করেছে। ও ভাইটাল উইকেটগুলো নিয়েছে। কেমার রোচ যেমন নতুন বলে বেশ কার্যকর। কিন্তু পুরনো বলে গ্যাব্রিয়েলের মতো এতটা কার্যকর না। অবশ্যই একটা এ্যাডভানটেজ থাকবে।’ আরেকবার ক্যারিবীয়দের হারানোর মিশন শুক্রবার শুরু হবে। আগের মতোই নিয়মের ব্যতিক্রম হবে না সেটা প্রায় নিশ্চিত। স্পিনবান্ধব উইকেটই থাকবে। সেক্ষেত্রে এখন দলের অন্যতম নির্ভরতা তাইজুল। ফর্মের তুঙ্গে থাকা এ বাঁহাতি ৬ উইকেট নিতে পারলেই তৃতীয় বাংলাদেশী হিসেবে টেস্টে ১০০ উইকেট শিকারি হয়ে যাবেন। তবে সাকিব ২৮ টেস্টে আর মোহাম্মদ রফিক ৩৩ টেস্টে শতক ছুঁলেও তাইজুলের মাত্র ২৩ টেস্টেই তা স্পর্শ করে দ্রুততম হওয়ার দারুণ সুযোগ। এ বিষয়ে তাইজুল বলেন, ‘এখন আমার মাথায় এত কিছু নেই। আমি ভাল বোলিং করাটাই চেষ্টা করে যাব। প্রথম থেকে যেই চিন্তা সেটাই প্রয়োগ করব। আসলে ভাল বল করলে উইকেট পাওয়ার চান্সটা বেশি থাকে। নিজের মধ্যে চ্যালেঞ্জটা অবশ্যই থাকতে হবে। নিজে যদি মন দিয়ে কাজ না করি তাহলে আমি নিজেই পেছনে যাব। তাই ভাল করার চেষ্টাটাই সবসময় করি।’ চট্টগ্রামে খেলেছেন তাইজুল ছাড়াও তিন স্পিনার সাকিব, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান। এর মধ্যেও দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়েছেন তাইজুল। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি চারজন বা দুইজনের (স্পিনার) আক্রমণ হোক না কেন, আমি সবসময় রান আটকে রাখতে বল করার চেষ্টা করি। মাথায় যদি আপনি রাখেন অনেক কিছুই মাথায় রাখতে হয়। আবার মাথায় না রাখলে কিছুই না। আসলে খেলাটাই তো প্রতিযোগিতা। অনেক সময় ম্যাচ পরিস্থিতির কারণে বসে থাকা হতে পারে, আসলে মেনে নিতে হয়। কিন্তু পারফর্মেন্স করতে হবে।’
×