ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিজয়ের মাসে শুরু স্বাধীনতা কাপ ফুটবল

প্রকাশিত: ০৭:১৬, ২৬ নভেম্বর ২০১৮

 বিজয়ের মাসে শুরু স্বাধীনতা কাপ ফুটবল

স্পোর্টস রিপোর্টার ॥ ফেডারেশন কাপ ফুটবল শেষ হতে না হতেই এবার শুরু হতে যাচ্ছে স্বাধীনতা কাপ। মজার বিষয়, এক বছরে দুইবার এই আসর হতে যাচ্ছে। বিজয়ের মাস অর্থাৎ আগামী ১ ডিসেম্বর পর্দা উঠবে এবারের দশম স্বাধীনতা কাপ ফুটবলের। টুর্নামেন্ট উপলক্ষে রবিবার বাফুফে ভবনে অনুষ্ঠিত হয়েছে অংশগ্রহণকারী ১৩ দলকে নিয়ে ড্র। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী এমপি, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের পক্ষে মেহরাব হোসেন আসিফসহ আরও অনেকে। ড্রতে ডেথ গ্রুপে পড়েছে তিন পরাশক্তি শেখ জামাল ধানমন্ডি, শেখ রাসেল ক্রীড়াচক্র ও নবাগত দল বসুন্ধরা কিংস। ‘ডি’ গ্র‍ুপে প্রতিদ্বন্দ্বিতা করবে দল তিনটি। মজার বিষয় হচ্ছে, এই তিনটি দল একই পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের। অর্থাৎ বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় পরিচালিত দল তিনটি। দিনকয়েক আগে শেষ হওয়া ফেডারেশন কাপে এই তিন দলই খেলেছে সেমিফাইনালে। এর মধ্যে বসুন্ধরা ফাইনাল খেলে হয়েছে রানার্সআপ। ফেডারেশন কাপের মতোই ভাগ্য বিড়ম্বনায় পড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টে ১৩ দলকে চার গ্রুপে ভাগ করা হয়। চার গ্র‍ুপে তিনটি করে দল প্রতিদ্বন্দ্বিতা করে। এরপর বাকি থাকা একটি দলকে লটারি করে এক গ্রুপে দেয়া হয়। ফেডারেশন কাপে চার দলের একমাত্র গ্রæপে খেলে শুরুতেই বিদায় নিতে হয়েছিল সাদা-কালোদের। স্বাধীনতা কাপেও একমাত্র চার দলের গ্রুপে জায়গা হয়েছে মোহামেডানের। ‘বি’ গ্রুপে তাদের সঙ্গী বর্তমান রানার্সআপ চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ও নফেল স্পোর্টিং ক্লাব। ‘এ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন আরামবাগের সঙ্গী হয়েছে সাইফ স্পোর্টিং ও টিম বিজেএমসি। ‘সি’ গ্রুপে ফেডারেশন কাপের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর সঙ্গে আছে বাদ্রার্স ইউনিয়ন ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। চার গ্রুপের শীর্ষ দু’টি করে দল টিকেট পাবে কোয়ার্টার ফাইনালের। এরপর পর্যায়ক্রমে সেমিফাইনাল ও ফাইনাল। ১ ডিসেম্বর শুরু হবে আসর। গ্রæপপর্বের খেলা শেষ হবে ৯ ডিসেম্বর। ১১ থেকে ১৪ ডিসেম্বর হবে চার কোয়ার্টার ফাইনাল। দু’টি সেমিফাইনাল মাঠে গড়াবে ১৯ ও ২০ ডিসেম্বর। ফাইনাল হবে ২৪ ডিসেম্বর। সবগুলো ম্যাচ হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ১৯৭২ সালে স্বাধীনতা কাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়। এরপর বিভিন্ন কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ১৯৯০ সালে আয়োজিত হয় স্বাধীনতা কাপ ফুটবলের দ্বিতীয় ও ১৯৯১ সালে হয় তৃতীয় আসর। এরপর লম্বা বিরতি। ২০০৫ সালে অনুষ্ঠিত হয় স্বাধীনতা কাপ ফুটবলের চতুর্থ আসর। চতুর্থ আসরের পর পাঁচ বছর বিরতি দিয়ে ২০১১ সালে হয় পঞ্চম আসর। এরপর ২০১৩তে ষষ্ঠ ও ২০১৪ সালে সপ্তম, ২০১৬ সালে অস্টম এবং ২০১৮ সালে হয়েছে নবম টুর্নামেন্ট। একই বছরে হতে যাচ্ছে দশম আসর। ড্র অনুষ্ঠানে আব্দুস সালাম মুর্শেদী ফেডারেশন কাপ সফলভাবে হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, মারামারি হলেও ফাইনাল নিয়ে আমি খুব খুশি। কারণ খেলোয়াড়দের মধ্যে শারীরিক প্রয়োগ যা হয়েছে সেটা স্বাভাবিক। দু’দলের ফুটবলাররাই উঁচুমানের পারফর্মেন্স প্রদর্শন করেছে। ফেডারেশন কাপের ফাইনালে ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের মধ্যে অপ্রত্যাশিত মারামারি প্রসঙ্গে তিনি বলেন, সংবাদ মাধ্যমের রিপোর্ট, কমিটির রিপোর্ট, রেফারিদের রিপোর্ট পর্যালোচনা করার পর আমরা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। আশাকরি স্বাধীনতা কাপের আগেই ফলাফল জানানো হবে। খুলনা চার আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া এই সাবেক ফ্টুবলার নতুন লড়াইয়ের জন্য সবার সহযোগিতা প্রত্যাশা করেন। মুর্শেদী এ প্রসঙ্গে বলেন, সবচেয়ে বড় দল আওয়ামী লীগের চ‚ড়ান্ত মনোনয়ন পেয়েছি। ব্যবসায়, ফুটবলে ভাল করেছি এবার রাজনীতিতেও ভাল করতে চায়।
×