ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বৃষ্টিতে পরিত্যক্ত অস্ট্রেলিয়া-ভারত দ্বিতীয় টি২০

প্রকাশিত: ০৬:২৭, ২৪ নভেম্বর ২০১৮

 বৃষ্টিতে পরিত্যক্ত অস্ট্রেলিয়া-ভারত দ্বিতীয় টি২০

স্পোর্টস রিপোর্টার ॥ ফের বৃষ্টি। পরিত্যক্ত হলো অস্ট্রেলিয়া-ভারত দ্বিতীয় টি২০। মেলবোর্নে শুক্রবার ১৯ ওভারে ৭ উইকেটে ১৩২ রান করেছিল অস্ট্রেলিয়া। এরপর বৃষ্টির কারণে শেষ পর্যন্ত আর খেলা মাঠে গড়ায়নি। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে থাকল স্বাগতিক অস্ট্রেলিয়া। আলোচিত প্রথম ম্যাচেও ছিল বৃষ্টির বাগড়া। মেলবোর্নে সেদিন ১৭ ওভারে ৪ উইকেটে ১৫৮ রান করেছিল অস্ট্রেলিয়া। বৃষ্টির কারণে সেই ১৭ ওভারেই ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ভারতের সামনে ১৭৪ রানের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়। ৭ উইকেটে ১৬৯ রান করেও ৪ রানে হারে বিরাট কোহলির ভারত। সিডনিতে রবিবার অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি২০। মেলবোর্নে এদিন টস হেরে ব্যাট করতে নেমেছিল অস্ট্রেলিয়া। ১৯ ওভারে অস্ট্রেলিয়া যখন ৭ উইকেটে ১৩২, তখনই নামে বৃষ্টি। খেলা আর শুরু হয়নি। তিন তিনবার ভারতকে ডাকওয়ার্থ-লুইস নিয়মে টার্গেট দেয়া হয়েছিল। প্রথমবার ঠিক হয় ১৯ ওভারে ভারতকে করতে হবে ১৩৭ রান। কিন্তু ফের বৃষ্টি। পরিবর্তিত টার্গেট দাঁড়িয়েছিল ১১ ওভারে ৯০ রানের। এরপর ৫ ওভারে ৪৬। খেলা আর শুরু হয়নি। পরিত্যক্ত ম্যাচ।
×