ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাবলো পিকাসোর কবিতা

প্রকাশিত: ০৭:৩০, ২৩ নভেম্বর ২০১৮

পাবলো পিকাসোর কবিতা

ভাষান্তর : কায়েস সৈয়দ ॥ তার কবিতার সঙ্গে অনেকেরই হয়তো পরিচয় নেই। জন্ম ১৮৮১ খ্রিস্টাব্দের ২৫ অক্টোবর স্পেনের শহর মালাগায়। প্রখ্যাত স্পেনিশ চিত্রকর, ভাস্কর, মুদ্রণশিল্পী, মৃৎশিল্পী, মঞ্চ পরিকল্পক, কবি ও নাট্যকার যিনি ক্যুবিস্ট আন্দোলনের সহ-প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। চিত্রকর্মে কিউবিজম অধ্যায়ের প্রবর্তক। ২ হাজারেরও বেশি চিত্রকর্ম বিভিন্ন দেশের জাদুঘরে ছড়িয়ে ছিটিয়ে আছে। রাজনৈতিকভাবে তিনি ছিলেন একজন শান্তিবাদী এবং সাম্যবাদী। তিনি আমৃত্যু ফরাসী কমিউনিস্ট পার্টির একজন সক্রিয় সদস্য ছিলেন। রক্তিম নগ্নতা তুমি কুড়িয়েছো শীতের খাক মাতাল রক্তিম নগ্নতা কয়লা ও ধোঁয়ায় এঁকেছো বিবস্ত্র তোমায় এখনো প্রদীপ্ত কাগজফুলের ছায়ায় পাথর ও প্লাস্টারের প্রাচীরে চাপা। বিদায় নিজেকে বাঁচাতে নিক্ষিপ্ত হয়েছি দূরে-অজানা নক্ষত্রের মাঝে। তবুও সেখানে কোন আলো নেই। কথা দিয়েছিলে-বিচ্ছিন্ন হবে না অনন্তকাল। এখনও আমি এখানে- উদাসীন। তোমার সঙ্গে ভাগ করতে চেয়েছি অস্তিত্ব। বারবার প্রত্যাখ্যান করেছো তুমি। হয়তো খুব বেশি দরকার তোমাকে। হয়তো আমার বেঁচে থাকাই তুমি। জানি না-এখনও কেন তোমাকে চাই। পূর্ণচাঁদের হালকা আলো, জোরালো করার জন্য তোমার মুখ সেখানে নেই। সূর্যের মহিমা কমেছে, প্রতিফলিত করার জন্য তুমিই সেখানে নেই। তুমি বলো-এটা শুধু সময়ের ব্যাপার। আমি জানতে চাই-সময় কি, এ পৃথিবীতে এর অর্থই বা কি? আহ্ একাকীত্ব, এদিকে এসো, তোমার একমাত্র বন্ধু আমি। দু’জনই নিঃসঙ্গ-চলো একসঙ্গে হাঁটি। আমাকে চাওনি কখনো, খুলেও বলোনি, আমি ভাগ্যবান- ভাবনাতেই আমার বোকামি। চাই শুধু একটি নিবিড় আলিঙ্গন। সহ্য করার ছলে অপেক্ষা করেছি এমন কিছুর জন্যে যা শুধু তোমার মধ্যেই পাই। আমার ভেতর খনন করেছো আকাক্সক্ষার তীব্রতা, এতোটাই গভীর বের হতে পারছি না। তোলপাড় করা কায়া অভ্যন্তরে স্নান করা একটি ১০ কিলোওয়াট চাঁদ দূরদর্শনে ক্ষেত্রমিতি সাবানের গন্ধ একইভাবে তাৎক্ষণিক গতর কিম্বা রক্তের অনুরণন ছাড়াই তীব্র আহ্বানে সঙ্গমের বুলেটিন কাঠের মিহি গুঁড়োয় স্পষ্ট পদচিহ্ন, অস্পষ্ট দুপুরের আগেই।
×