ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অসদাচরণের প্রতিবাদে নোয়াখালীতে প্রতিবাদ

প্রকাশিত: ০৪:২৬, ২৩ নভেম্বর ২০১৮

অসদাচরণের প্রতিবাদে নোয়াখালীতে প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২২ নবেম্বর॥ ঢাকায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সাক্ষাতপর্ব অনুষ্ঠানে মনোনয়ন প্রত্যাশী বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ কাজী মফিজুর রহমানসহ নেতাদের উদ্দেশ করে চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চীফ হ্ইুপ জয়নুল আবদিন ফারুকের অসদচারণের প্রতিবাদে বুধবার নোয়াখালীর সেনবাগ পৌর শহরে মৌন মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের একাংশের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। প্রতিবাদ সভায় কয়েক শ’ মহিলাকে উপস্থিত থাকতে দেখা যায়। বুধবার সেনবাগ উপজেলা পরিষদের সামনে শহীদ মিনার চত্বর থেকে বিপুলসংখ্যক নারী-পুরুষ একটি মৌন মিছিল বের করে। মিছিলটি সরকারী হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করে। শেষে মিছিলকারীরা ডমুরুয়ার গাজীরহাট চৌ মোড়ে কাজী ব্রিক ফিল্ডে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়। এ সময় বক্তারা অবিলম্বে জয়নুল আবদিন ফারুককে তার কৃতকর্মের জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করার জন্য বলেন। অন্যথায় তাকে সেনবাগে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। ডমুরুয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু জাহের জাফরের সভাপতিত্বে ও ভিপি মফিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ কাজী মফিজুর রহমান, কেন্দ্রীয় তৃণমূল দলের সভাপতি হানিফ ব্যাপারী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সাবেক সেক্রেটারি ফারুক বাবুল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল হান্নান লিটন, জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম, বীজবাগ ইউপির সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ, বিএনপি নেতা খন্দকার গোলাম প্রমুখ।
×