ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে প্রায় ৪৪ শতাংশ লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৬:৩১, ২০ নভেম্বর ২০১৮

শেয়ারবাজারে প্রায় ৪৪ শতাংশ লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্যসূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে বড় ব্যবধানে। এদিন ডিএসইতে প্রায় ৪৪ শতাংশ লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বেড়েছে। বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ার দিনে স্বল্প মূলধনী কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের বেশি আগ্রহ দেখা গেছে। বোনাস লভ্যাংশ ঘোষণা এবং অপেক্ষাকৃত কম শেয়ারবাজারে থাকার কারণে বিনিয়োগকারীদের বড় একটি অংশ এই সব শেয়ারের প্রতি অস্বাভাবিক আগ্রহ দেখাচ্ছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৮০৩ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ২৪৬ কোটি ৫১ লাখ টাকা বেশি। ডিএসইতে ৫৫৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৫ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৫৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৫২ কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৫৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২১৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৫৩ পয়েন্টে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, আগের দিনের ধারাবাহিকতায় লিব্রা ইনফিউশন, আজিজ পাইপ, এমবে ফার্মা, স্টাইলক্রাফট, মুন্নু জুট স্টাফলার, কাট্টালি টেক্সটাইলের মতো শেয়ারগুলোতে বিক্রেতা ছিল না। সার্কিটের সর্বোচ্চ দরে কোম্পানিগুলোর লেনদেন শেষ হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ১৪১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির শেয়ার দর।
×