ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চীনে একদিনে ১ কোটি ৪৩ লাখ ডলারের আইফোন বিক্রি

প্রকাশিত: ০৪:২৯, ১৫ নভেম্বর ২০১৮

চীনে একদিনে ১ কোটি ৪৩ লাখ ডলারের আইফোন বিক্রি

আলিবাবা ডট কমের সিঙ্গেল ডে শপিং ইভেন্টে মোবাইল ফোন হ্যান্ডসেট বিক্রির রেকর্ড গড়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট এ্যাপল। এদিন ১ কোটি ৪৩ লাখ ডলার মূল্যের আইফোন বিক্রি হয়েছে চীনের বৃহত্তম ই-শপ প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে। তবে ইলেভেন ডট ইলেভেন ইভেন্টে এ্যাপলের কত ইউনিট মোবাইল ফোন হ্যান্ডসেট বিক্রি হয়েছে, তা জানায়নি আলিবাবা। গেলো রবিবার সিঙ্গেল ডেতে মোবাইল ফোন বিক্রিতে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে চীনা ব্যান্ড হুয়াওয়ে ও শাওমি। আলিবাবা জানায়, সিঙ্গেল ডে শপিং ইভেন্টে ২৩৭টি ব্র্যান্ড অংশ নিয়েছে। এই ইভেন্টে রেকর্ড পরিমাণ আইফোন বিক্রি হওয়ায় বছরের শেষ প্রান্তিকে এ্যাপলের আয়ে ইতিবাচক প্রভাব পড়বে। ২০০৯ সালে প্রথমবারের মতো ইলেভেন ডট ইলেভেন ইভেন্টের আয়োজন করে আলিবাবা। এতে ক্রেতাদের বড় ছাড়ে পণ্য কেনার সুযোগ দেয় প্রতিষ্ঠানটি। -অর্থনৈতিক রিপোর্টার
×